এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকায় একাধিক ক্রিকেটার। বাংলার ভূমিপুত্র বা বাসিন্দা নন, এমন একাধিক ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে।
বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই প্রাক্তন অলরাউন্ডারকে প্রার্থী করার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা থেকেই প্রার্থীতালিকা ঘোষণা করেন মমতা। এই তালিকায় আরও এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার আছেন। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ। বহরমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। ফলে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে। অধীর ও ইউসুফের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।
ব্রিগেডেই ৪২ আসনের প্রার্থী ঘোষণা মমতার
আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইক। জলপাইগুড়িতে প্রার্থী নির্মল চন্দ্র রায়। দার্জিলিং কেন্দ্রে প্রার্থী গোপাল লামা। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। মালদা উত্তরে তৃণমূল প্রার্থী আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণে প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান। জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রেহমান। মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী আবু তাহের খান। কৃষ্ণনগরে ফের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। রাণাঘাটে প্রার্থী সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বারাকপুরে টিকিট পেলেন না অর্জুন সিং। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। দমদমে ফের প্রার্থী সৌগত রায়। বারাসতে ফের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। জয়নগরে প্রার্থী প্রতিমা মণ্ডল। মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদার। যথারীতি ডায়মন্ড হারবারে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী মিমি চক্রবর্তীর পরিবর্তে যাদবপুরে তৃণমূল প্রার্থী অপর এক অভিনেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণে প্রার্থী মালা রায়। কলকাতা উত্তরে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় প্রার্থী সাজদা আহমেদ। শ্রীরামপুরে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলিতে প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। পুরুলিয়ায় প্রার্থী শান্তিরাম মাহাত। বাঁকুড়ায় প্রার্থী অরূপ চক্রবর্তী। বর্ধমান উত্তরে প্রার্থী ড. শর্মিলা সরকার। আসানসোলে প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বোলপুরে প্রার্থী অসিত কুমার মাল। বীরভূমে প্রার্থী শতাব্দী রায়। বিষ্ণুপুরে প্রার্থী সুজাতা খাঁ। কোচবিহারে প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া।
ফের প্রার্থী দেব
রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও, ঘাটালে ফের তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেতা দেব। তমলুকে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আরামবাগে প্রার্থী মিতালি বাগ। কাঁথিতে প্রার্থী উত্তম বারিক। ঝাড়গ্রামে প্রার্থী কালীপদ সরেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
TMC Candidate List: ব্রিগেডের জনগর্জন সভায় বড় চমক তৃণমূলের, প্রার্থী তালিকা প্রকাশ মমতার