Cavit Çetin Güner: অনেকে বিরাট কোহলি ভেবে ভুল করছেন, তুরস্কের এই অভিনেতাকে চেনেন?

সংক্ষিপ্ত

Virat Kohli: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি শুধু ভারতেই নয়, অন্য দেশগুলিতেও অত্যন্ত জনপ্রিয়। এখন বিরাটের মতো দেখতে এক অভিনেতাকে নিয়ে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া।

Virat Kohli-Cavit Çetin Güner: ঠিক যেন যমজ ভাই! ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তুরস্কের অভিনেতা কাভিট সেটিন গুনারের (Cavit Çetin Güner) চেহারার মিল এমনই। সোশ্যাল মিডিয়ায় তুরস্কের এই অভিনেতার ছবি ভাইরাল। বিরাটের সঙ্গে তাঁর চেহারার আশ্চর্য মিল নিয়ে আলোচনা চলছে। অনেকে রসিকতা করে বলছেন, ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে বিরাট এখন অভিনয় করছেন। তুরস্কের বিখ্যাত অভিনেতা গুনার। তাঁর অভিনীত সিরিজ ‘দিরিলিস: এর্তুগরুল’ অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন দেশে তুরস্কের ছবি, টেলিভিশন সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। ভারতেও অনেকে তুরস্কের টিভি সিরিজ, ছবি দেখেন। এই কারণেই গুনারের চেহারার সঙ্গে পরিচিত হয়ে উঠেছেন ভারতীয়রা। এই অভিনেতার সঙ্গে বিরাটের চেহারার মিল সত্যিই চোখে পড়ার মতো।

বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে চেহারার মিল অনেকেরই

Latest Videos

অনেক বিখ্যাত ব্যক্তিদের সঙ্গেই চেহারার মিল আছে, এমন বেশ কয়েকজনকে দেখা গিয়েছে। আলিয়া ভাট (Alia Bhatt), অজয় দেবগন (Ajay Devgan), করিশ্মা কাপুরের (Karisma Kapoor) মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চেহারার মিল আছে, এমন কয়েকজনকে দেখা গিয়েছে। এবার বিরাট ও গুনারের চেহারার মিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার আলোচনা চলছে। বিরাটের অনুরাগীরা তুরস্কের এই অভিনেতাকে নিয়ে ঠাট্টা করছেন।

 

 

 

তুরস্কের জনপ্রিয় অভিনেতা গুনার

পিরিয়ড ড্রামা সিরিজ ‘দিরিলিস: এর্তুগরুল’-এ অভিনয় করার মাধ্যমে তুরস্কের বাইরেও বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছেন গুনার। তিনি আরও অনেক ভালো কাজ করতে চান। অন্যদিকে, ভারতীয় দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জেতার পর বিরাট এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএল-এ (IPL 2025) খেলছেন। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে আরসিবি-কে জিতিয়েছেন বিরাট। শুক্রবার তাঁরা দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবেন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরাটের লড়াই দেখা যাবে। এই ম্যাচেও ভালো ব্যাটিং করে আরসিবি-কে জেতাতে চান বিরাট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill