KKR vs RR Live Updates: বিপাকে রাজস্থানের ব্যাটিং লাইন-আপ, কলকাতার বিরুদ্ধে মাত্র ১৫১ রান করলেন সঞ্জুরা

সংক্ষিপ্ত

KKR vs RR Live Updates: প্রথমে ব্যাট করে রাজস্থানের ইনিংস শেষ হল ১৫১ রানে।

KKR vs RR Live Updates: গুয়াহাটিতে বুধবার মুখোমুখি কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (Kolkata Knight Riders vs Rajasthan Royals)। সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলল রাজস্থান।

Latest Videos

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কেকেআর (KKR)। আর শুরু থেকেই সতর্ক ছলেন কলকাতার বোলাররা। যেন কিছুতেই রাজস্থান (RR) ব্যাটারদের বেশিক্ষণ ক্রিজে টিকতে দেওয়া যাবে না। আর বাস্তবে হলও তাই (IPL 2025 Points Table)।

মাত্র ২৯ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে, মাত্র ১৩ রান করলেন সঞ্জু স্যামসন। অধিনায়ক রিয়ান পরাগ কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাঁর ঝুলিতে ২৫ রান (IPL 2025 Fisxtures)।

নীতিশ রানার সংগ্রহে মাত্র ৮ রান এবং হাসারাঙ্গা করেন ৪ রান। তবে ধ্রুভ জুরেল কিছুটা লড়াই করেন। খেলেন ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া শুভম দুবের ঝুলিতে ৯ এবং হেটমেয়ার করেন ৭ রান। ফলে, বোঝাই যাচ্ছে যে, কোনও ব্যাটারই সেইভাবে দাঁড়াতে পারেননি (KKR vs RR Live Score)।

বরং, বলা ভালো কেকেআর বোলাররা দুর্দান্ত বল করেন। এদিন কলকাতার প্রথম একাদশে ছিলেন মইন আলি। আর তিনি নেন ২ উইকেট। যার মধ্যে আবার জয়সওয়াল এবং নীতিশ রানার উইকেটটিও রয়েছে। এছাড়াও কেকেআর-এর (Kolkata Knight Riders) হয়ে ২টি করে উইকেট পেয়েছেন বৈভব আরোরা, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী (KKR vs RR Live Update)।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বরুণ। নিঃসন্দেহে দারুণ বোলিং বলা চলে। আর নাইট বোলারদের দাপট এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে, সেই সুবাদেই রাজস্থানের রান অনেকটা আটকে যায় এবং পরপর উইকেট পড়তে থাকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং | Lalan Singh
'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari