বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন শাকিব আল-হাসান? মুখ খুললেন স্ত্রী

Published : Aug 15, 2024, 05:09 PM ISTUpdated : Aug 15, 2024, 05:33 PM IST
Shakib Al Hasan

সংক্ষিপ্ত

বাংলাদেশের অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেটার শাকিব আল-হাসান। কিন্তু বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা। সম্প্রতি বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং শাসন ক্ষমতার পালাবদলের পরিপ্রেক্ষিতে শাকিবকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের সঙ্গে কি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তারকা ক্রিকেটার শাকিব আল-হাসান? সোশ্যাল মিডিয়ায় শাকিব ও নাফিসার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাঁদের একসঙ্গে একটি হোটেল-সহ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এই ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে শাকিব ও নাফিসার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে শাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি মুছে ফেলেছেন বলে জানা যায়। ফলে শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ খুললেন শিশির। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।

শাকিবের সঙ্গে সম্পর্ক ঠিক আছে, দাবি শিশিরের

সোশ্যাল মিডিয়া পোস্টে শাকিবের অনুরাগীদের উদ্দেশ্যে শিশির লিখেছেন, ‘ওর কেরিয়ার ও বিভিন্ন বিষয় নির্বাচন সম্পর্কে আপনাদের মতামত আছে। আমি সে কথা অস্বীকার করব না। সবারই বাক স্বাধীনতা আছে। আপনারা যত খুশি সমালোচনা করুন। কিন্তু দয়া করে এর সঙ্গে আমাদের সম্পর্ককে জড়িয়ে ফেলবেন না। ও অসাধারণ স্বামী ও বাবা। ও সবসময় আমার প্রতি সৎ ও অনুগত থেকেছে। ও আমাকে আঘাত করার মতো কিছু করবে না। ও এমন একজন ব্যক্তি, যে আমার পাশে থাকার জন্য নির্বাসিত হয়েছিল। ও বাইরে কোথায় যায় আমি সবসময় জানি। বেশিরভাগ সময়ই আমি ওর সঙ্গে থাকি। ১৩ বছর আগে আমার সঙ্গে আলাপ হওয়ার সময় ও যেমন ছিল, এখনও ঠিক তেমনই আছে। জীবনসঙ্গী হিসেবে ওকে একশোয় একশো দেব।’

পাকিস্তান সফরে শাকিব

বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বাইরে শাকিব। তবে তিনি পাকিস্তান সফরে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। সাংসদ পদ খোয়ালেও, বাংলাদেশের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন শাকিব

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shakib Al Hasan: 'কে বীরেন্দ্র সেহবাগ?' কিংবদন্তি ব্যাটারকে তাচ্ছিল্য শাকিব আল-হাসানের

ICC Rankings: শাকিব আল-হাসানকে টপকে ওডিআই ফর্ম্যাটে সেরা অলরাউন্ডার মহম্মদ নবি

রুদ্ধদ্বার বৈঠকে গলল বরফ, নিজের সিদ্ধান্তের কথা জানালেন শাকিব আল হাসান

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে