মুম্বই বিমানবন্দর থেকে ফেরার পথে জুহুতে অক্ষয় কুমারের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়িটি উল্টে যায় এবং এই ঘটনায় গাড়ির চালক ও অটো চালক আহত হন।

মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন বলিতারকা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। রাত ৯টা নাগাদ জুহু এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে অক্ষয়ের গাড়ি। মাঝ রাস্তায় উল্টে যায় গাড়ি। এই ঘটনায় আহত হন ২ জন বলেই খবর। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। কিন্তু, সে সময় অক্ষয় বা টুইঙ্কেল কেউই ছিলেন না গাড়িতে। গাড়িটি একটি অটোরিক্সার মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় অটোটি। একবার পালটি খেলে রাস্তায় পড়ে অভিনেতার গাড়ি। ঘটনায় গাড়ির চালক ও অটোর চালক আহত হয়। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, দুটি গাড়ি এবং একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষের পর দুজন আহত হয়েছেন। জানা গেছে, একটি গাড়ি পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং অক্ষয়ের এসকর্ট গাড়িকে ধাক্কা মারে। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে, দুর্ঘটনার স্থানের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয়দের ধ্বংসস্তূপ থেকে আহত এক ব্যক্তিকে নিরাপদে বের করতে কর্তৃপক্ষকে সাহায্য করতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দম্পতি পিছনের ইনোভা গাড়িতে ছিলেন। তাদের কনভয়ে থাকা সামনের মর্সেডিজটিকেই লক্ষ্য করে ধেয়ে আসে একটি আটো। ধাক্কার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় রাস্তার ধাকে। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে কোটি টাকার মার্সেডিজটি চুরমার হয়ে গিয়েছে। ঘটনার পরই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ দুজন গুরুতর আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তারা চিকিৎসাধীন। কোনও মৃত্যুর খবর আসেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, অক্ষয়ের গাড়ি স্বাভাবিক গতিতেই যাচ্ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসে অটো রিকশা। নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়াভাবে ছুটে এসে সোজা ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা একটাই ছিল যে মুহূর্তে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়।