Vijay Hazare Trophy Final 2026: বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হল বিদর্ভ (vidarbha vs saurashtra final)। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের গ্রাউন্ড ১-এ রবিবার, বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুখোমুখি হয় বিদর্ভ বনাম সৌরাষ্ট্র। সেই ম্যাচেই, ৩৮ রানে জয় পেল বিদর্ভ (vidarbha vs saurashtra live)।
টসে জিতে রবিবার, প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। আর প্রথমে ব্যাট করতে নেমেই, বড় স্কোর খাড়া করে বিদর্ভ। নেপথ্যে দলের ওপেনার অথর্ব তাইদের দুরন্ত সেঞ্চুরি। এই ম্যাচে, অসাধারণ ব্যাটিং উপহার দেন তিনি। খেলেন ১২৮ রানের অনবদ্য ইনিংস। বলা চলে, ফাইনাল ম্যাচে একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন অথর্ব। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং ৩টি ছয়।
অন্যদিকে, আমান মোখাদে করেন ৩৩ রান, রবিকুমার সমর্থের ঝুলিতে ২৫ রান এবং ফইজ মহম্মদ শেখের সংগ্রহে ১৯ রান। সেইসঙ্গে, এই ম্যাচে হাফ সেঞ্চুরি উপহার দেন দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটার যশ রাঠোড়। তিনি খেলেন ৫৪ রানের ইনিংস।
অধিনায়ক হর্ষ দুবে করেন ১৭ রান, নচিকেত ভুতের ঝুলিতে ৮ রান এবং উইকেটকিপার-ব্যাটার রোহিত বিঙ্কর ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া দর্শন নালকান্দে ১৪ রানে এবং পার্থ রেখাদে ১ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে বিদর্ভ।
সৌরাষ্ট্রের হয়ে ৪ উইকেট নেন অঙ্কুর পানওয়ার। ২টি করে উইকেট পেয়েছেন চেতন সাকারিয়া এবং চিরাগ জানি। জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে সৌরাষ্ট্র। অধিনায়ক এবং দলের উইকেটকিপার-ব্যাটার হারভিক দেশাই প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ২০ রানে। বিশ্বরাজ জাদেজাও খুব একটা ভালো খেলতে পারেননি এদিন। তাঁর সংগ্রহে মাত্র ৯ রান। বরং, মিডল অর্ডার ব্যাটার প্রেরক মানকড় অনেকটা লড়াই করেন। তিনি ৮৮ রানের ইনিংস খেলেন।
এছাড়া সমর গাজ্জার করেন ২৫ রান এবং পার্শ্বরাজ রানা ৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন চিরাগ জানি। তিনি করেন ৬৪ রান। তবে আর কেউ সেইভাবে বড় রান পাননি।
রুচিত আহিরের ঝুলিতে ২১ রান, জয়দেব উনাদকাটের সংগ্রহে ৬ রান, ধর্মেন্দ্রসিংহ জাদেজার ঝুলিতে ৮ রান এবং চেতন সাকারিয়া ১১ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে কোনও রান করতে পারেননি অঙ্কুর পানওয়ার।
শেষপর্যন্ত, ৪৮.৫ ওভারে ২৭৯ রানে শেষ হয়ে যায় সৌরাষ্ট্রর ইনিংস। বিদর্ভের হয়ে ৪ উইকেট নেন যশ ঠাকুর। ৩টি উইকেট পেয়েছেন নচিকেত ভুতে এবং ২টি উইকেট দর্শন নালকান্দের দখলে। এছাড়া ১টি উইকেট নেন অধিনায়ক হর্ষ দুবে।
বিদর্ভঃ অথর্ব তাইদে, আমান মোখাদে, ফইজ মহম্মদ শেখ, রবিকুমার সমর্থ, রোহিত বিঙ্কর (উইকেটকিপার-ব্যাটার), যশ রাঠোড়, নচিকেত ভুতে, হর্ষ দুবে (অধিনায়ক), পার্থ রেখাদে, যশ ঠাকুর, দর্শন নালকান্দে
সৌরাষ্ট্রঃ হারভিক দেশাই (উইকেটকিপার-ব্যাটার), বিশ্বরাজ জাদেজা, প্রেরক মানকড়, সমর গাজ্জার, চিরাগ জানি, রুচিত আহির, পার্শ্বরাজ রানা, ধর্মেন্দ্রসিংহ জাদেজা, অঙ্কুর পানওয়ার, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।