Sai Sudharsan: অভিষেক টেস্টে ০ রানে আউট, লজ্জার নজির সাই সুদর্শনের
Sai Sudharsan out for duck: আইপিএল-এ (IPL 2025) অসাধারণ পারফরম্যান্স দেখালেও, টেস্ট ক্রিকেটে (England vs India Test match) শুরুটা ভালো করতে পারলেন না সাই সুদর্শন। হেডিংলি (Headingley) টেস্টের প্রথম ইনিংসে রান করতে পারলেন না এই তরুণ ব্যাটার।

আইপিএল ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ এক নয়, বুঝতে পারলেন সাই সুদর্শন
আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখালেও, ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে ব্যর্থ হলেন সাই সুদর্শন। চার বল খেলে রান করতে ব্যর্থ হলেন এই ব্যাটার।
১৪ বছর পর টেস্ট ক্রিকেটে অভিষেক ইনিংসে রান করতে ব্যর্থ হলেন কোনও ভারতীয় ব্যাটার
ভারতের ২৯-তম ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচে অভিষেকে প্রথম ইনিংসে রান করার আগেই আউট হয়ে গেলেন সাই সুদর্শন।
রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবের লজ্জার নজির স্পর্শ করলেন সাই সুদর্শন
২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে রান করার আগেই আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ১৪ বছর পর এই লজ্জার নজির স্পর্শ করলেন সাই সুদর্শন।
আইপিএল-এ সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতার পর প্রথম টেস্টে ব্যর্থ সাই সুদর্শন
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন সাই সুদর্শন। তবে অভিষেক টেস্টে তিনি ব্যর্থ হলেন।
হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ব্যর্থ সাই সুদর্শন
শুক্রবার হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৬-তম ওভারে আউট হয়ে যান সাই সুদর্শন। এরপরেই প্রথম সেশন শেষ হয়ে যায়।
টেস্ট ক্রিকেটে যে ধৈর্যের পরীক্ষা দিতে হয়, তাতে ব্যর্থ হলেন সাই সুদর্শন
শুক্রবার সাই সুদর্শন যখন ক্রিজে যান, তখন প্রথম সেশনে আর মাত্র ৬ মিনিট বাকি ছিল। কিন্তু সেই সময়টুকুই ক্রিজে টিকে থাকতে পারলেন না এই তরুণ।
কে এল রাহুল আউট হওয়ার পর ক্রিজে গিয়ে দ্রুত আউট হয়ে যান সাই সুদর্শন
শুক্রবার ভারতের ইনিংসের শুরুটা ভালোভাবে করেন ওপেনার যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। তবে তারপর ভালো ব্যাটিং করতে পারলেন না সাই সুদর্শন।
স্নায়ুর চাপ সামাল দিতে না পেরেই প্রথম টেস্ট ইনিংসে ব্যর্থ হলেন সাই সুদর্শন?
শুক্রবার ক্রিজে যাওয়ার পর থেকেই সাই সুদর্শনকে দেখে মনে হচ্ছিল স্নায়ুর চাপে ভুগছেন। সেই চাপ সামাল দিতে পারলেন না এই তরুণ।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যান সাই সুদর্শন
সাই সুদর্শন যে বলে আউট হন, সেই বল লেগ স্টাম্পের বাইরে ছিল। বেন স্টোকসের সেই বলে ফ্লিক করে বাউন্ডারি মারার চেষ্টা করতে গিয়ে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ গিয়ে ফিরে যান সাই সুদর্শন।
হেডিংলি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান করার চেষ্টা করবেন সাই সুদর্শন
শুক্রবার হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করার চেষ্টা করবেন সাই সুদর্শন।

