এবারের ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়ক পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন বাবর আজম।
ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ে সেরে নিলেন পাকিস্তানের ক্রিকেটার ইমাম-উল-হক। তাঁর কাওয়ালি নাইটে ছিলেন সদ্য প্রাক্তন অধিনায়ক বাবর আজম, প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। তাঁদের কাওয়ালির তালে নেচে উঠতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। সুফি গানের সঙ্গে তাল মিলিয়ে করতালি দিতে দেখা যায় বাবর ও সরফরাজকে। তাঁদের সঙ্গেই এই অনুষ্ঠানে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। তাঁদের সবাইকেই খোশমেজাজে দেখা যায়। ওডিআই বিশ্বকাপে ব্যর্থতার পর ইমামের বিয়ে উপলক্ষে পাকিস্তানের ক্রিকেট মহলে খুশির ছোঁয়া দেখা যাচ্ছে। বাবররা সবাই এখন খোশমেজাজে।
ইয়ান চ্যাপেলের কটাক্ষ
বাবরের অধিনায়কত্ব ছাড়া নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ্যাপেল। তিনি বলেছেন, ‘আমার খারাপ লাগছে। বাবর খুব ভালো খেলোয়াড়। ও পাকিস্তান দলের হয়ে খেলা ছাড়ছে না। হয়তো ওরা বাবরের চেয়েও ভালো কাউকে অধিনায়ক হিসেবে পেয়ে যাবে। কিন্তু পাকিস্তান বরাবরই যেমন করে, এবারও সেটাই করেছে। ওরা মাঝেমধ্যেই অধিনায়ক বদল করে। এবারও সেটা করল।’
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান
আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পাকিস্তান। প্রথম টেস্ট ম্যাচ হবে পারথে। এরপর বক্সিং ডে টেস্ট ম্যাচ হবে মেলবোর্নে। নিউ ইয়ার্স টেস্ট ম্যাচ হবে সিডনিতে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভালো। এখনও পর্যন্ত ২ দলের মধ্যে ৬৯টি টেস্ট ম্যাচ হয়েছে। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং ১৫টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। গত ১২টি সিরিজের মধ্যে ৯টি সিরিজেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২০ মরসুমে শেষবার পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হয়েছিল। সেই সিরিজে ২-০ জয় পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানকে সেই পরিসংখ্যানের কথা মনে করিয়ে দিয়েছেন চ্যাপেল। তিনি বলেছেন, ‘পাকিস্তানের সমস্যা হল, অস্ট্রেলিয়ায় ওদের রেকর্ড ভালো না। ওরা ভালো দল নিয়েও অস্ট্রেলিয়া সফরে জয় পায়নি। পাকিস্তানের এখনকার দলে কয়েকজন ভালো পেসার আছে ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়ার পিচের বাউন্স সবসময়ই ওদের সমস্যায় ফেলেছে। অস্ট্রেলিয়া দলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো পেসাররা আছে। ওরা পিচ থেকে অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারে। এর ফলে পাকিস্তানের ব্যাটাররা সমস্যায় পড়তে পারে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rashid Khan: কোমরের চোট সারাতে অস্ত্রোপচার, দ্রুত ফিট হয়ে ওঠার আশায় রশিদ খান
World Cup Final: টিভিতে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৩০ কোটি মানুষ, উচ্ছ্বসিত বিসিসিআই
দীপাবলির রাতে দেবদূতের মতো টাকা বিলি আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজের, মুগ্ধ বিশ্ব