সংক্ষিপ্ত
ইজরায়েল-গাজা যুদ্ধ নিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় চলছে। অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও যুদ্ধের প্রভাব পড়ল।
ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে ইজরায়েলের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছিলেন। দাবি করেছিলেন, ইজরায়েলের সেনাবাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন না। এই 'অপরাধে' দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ডেভিড টিজারকে সরিয়ে দেওয়া হল। আগামী সপ্তাহে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার ঠিক আগে অধিনায়ক বদল করল দক্ষিণ আফ্রিকা। তবে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিলেও, টিজারকে দল থেকে বাদ দেওয়া হয়নি। ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে এক বিবৃতিতে টিজারকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে বিশ্বকাপে দলে সাধারণ খেলোয়াড় হিসেবে তিনি থাকছেন। ইজরায়েলকে সমর্থন করায় টিজারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। বিভিন্ন মহল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছিল। সেই চাপের কাছে নতিস্বীকার করল ক্রিকেট সাউথ আফ্রিকা।
অধিনায়কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকা?
ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে অধিনায়ক বদলের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াতেই টিজারকে সরিয়ে দেওয়া হল। এক বিবৃতিতে ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে, ‘সব পরিস্থিতি খতিয়ে দেখে ক্রিকেট সাউথ আফ্রিকা সিদ্ধান্ত নিয়েছে, ডেভিডকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। সব খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল এবং ডেভিডের নিজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেভিড দলে থাকছে। ও গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ও আমাদের দলে সক্রিয় থাকবে। আমরা ওকে এবং দলকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। নতুন অধিনায়কের নাম জানিয়ে দেওয়া হবে।’
টিজারের উপর হামলার আশঙ্কা
ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ক্রিকেট সাউথ আফ্রিকা বিশ্বকাপে ঝুঁকি ও নিরাপত্তার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছে। আমাদের জানানো হয়েছে, গাজায় যুদ্ধ নিয়ে বিক্ষোভ দেখানো হতে পারে। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিজারের অবস্থান নিয়ে সমস্যা হতে পারে। ওর বিরুদ্ধে বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠতে পারে। সেই কারণে আমাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Pakistan: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে? পিসিবি চেয়ারম্যানের মন্তব্যে জল্পনা