বড় ম্যাচের বড় প্লেয়ার কোহলি।
ঠিক পাকিস্তানের বিরুদ্ধে যে রুপকথা লিখেছিলেন, অনেকটা সেইরকমই রচিত হল সেমিফাইনালেও। আর তুল্যমূল্য বিচারে পাকিস্তানের থেকে ঢের বেশি শক্তিশালী দল অস্ট্রেলিয়ার (INDIA vs AUSTRALIA) বিরুদ্ধে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) হাইভোল্টেজ সেমিফাইনালে মঙ্গলবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। ৪৯.৩ ওভারে, ২৬৪ রানে শেষ হল অজিদের ইনিংস (India vs Australia Semi Final 2025)।
জবাবে ব্যাট করতে নেমে, প্রাথমিকভাবে কিছুটা বিপাকে পড়ে ভারত। একে একে রোহিত, শুভমান এবং শ্রেয়স আইয়াররা ফিরে গেলেও কিং কোহলি যেন টিম ইন্ডিয়াকে আগলে রাখলেন। কখনও রানিং বিইটউইন দ্য উইকেট, আবার কখনও সুন্দর চোখধাঁধানো কভার ড্রাইভে চার মারলেন। আক্ষরিক অর্থেই দলের জন্য ‘বিরাট’ দায়িত্ব পালন করলেন কোহলি (Virat Kohli)।

আর বিরাট কোহলি কেন বড় মাপের প্লেয়ার, তারও প্রমাণ দিলেন। তিনি ঠিক যে জায়গাটায় ব্যাট করতে নামলেন, তখন ভারতের অবস্থা কিছুটা নড়বড়ে। মানে, পিচে থিতু হয়ে এবং বুঝে নিয়ে তারপর চালাতে হবে। মাথা ঠাণ্ডা রেখে যেন সঠিক কাজটাই করে গেলেন বিরাট কোহলি।
উইকেট ধরে রেখে ম্যাচ বের করার মানসিকতাই এদিন জয়ের জন্য দরকার ছিল। সেটাই করে দেখালেন তিনি এবং বিপক্ষ বোলারদের বুঝিয়ে দিলেন যে, ভারতের এখনও একটা কোহলি আছে।
খেললেন অনবদ্য ইনিংস। তাঁর ৮৪ রানের ইনিংসে ছিল পাঁচটি চার। আর স্ট্রাইক রেট ৮৫.৭১। নিঃসন্দেহে সেমিফাইনাল জয়ের পিছনে তাঁর এই দুরন্ত ইনিংস আলাদাই মাত্রা যোগ করল এবং জয়ের পিছনে বড় অবদান রাখল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
