সংক্ষিপ্ত
BCCI: এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে বিসিসিআই নিয়ম জারি করে, এক মাসের কম সময়ের জন্য বিদেশ সফর হলে পরিবার নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। এই নীতি নিয়ে সরব তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
Virat Kohli: ভারতীয় দলের বিদেশ সফরে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিসিসিআই (BCCI) যে বিধিনিষেধ জারি করেছে, তা নিয়ে এবার সরব হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি সরাসরি বিসিসিআই-এর এই নীতির বিরোধিতা করেছেন। যাঁরা এই নিষেধাজ্ঞা জারি করেছেন, তাঁরা পরিবারের গুরুত্ব বোঝেন না বলেও দাবি করেছেন বিরাট। তিনি ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘পরিবার সঙ্গে থাকার মূল্য কতটা, তা লোকজন বোঝে বলে আমার মনে হয় না। আমি এ বিষয়ে অত্যন্ত হতাশ। কী চলছে সে বিষয়ে যাদের কোনও নিয়ন্ত্রণই নেই, তারাই এ বিষয়ে আলোচনা করছে আর বলছে, ‘ওহ, হয়তো ওদের দূরে সরিয়ে রাখা দরকার।’ প্রত্যেকবার যখন পরিবারের কাছে ফিরে আসি, তখন কী অনুভূতি হয়, তা লোকজনকে বোঝানো অত্যন্ত কঠিন।’
সরাসরি বিসিসিআই-এর নীতির বিরোধিতা বিরাটের
অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দল ১-৩ হেরে যাওয়ার পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর (ICC Champions Trophy 2025) আগে বিসিসিআই নির্দেশিকা জারি করে, ভারতীয় দলের বিদেশ সফর যদি ৪৫ দিনের বেশি হয়, তাহলে প্রথম দুই সপ্তাহের পর ক্রিকেটারদের স্ত্রী-সন্তান বা বান্ধবী একসঙ্গে থাকার অনুমতি পাবেন। তবে তাঁরা ১৪ দিনের বেশি একসঙ্গে থাকার অনুমতি পাবেন না। এই নিয়ম নিয়েই অসন্তোষ প্রকাশ করলেন বিরাট। তিনি বলেছেন, ‘যে কোনও খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন, তুমি কি চাও, পরিবার সবসময় সঙ্গে থাকুক? ওরা সবসময় বলবে, হ্যাঁ। আমি ঘরে গিয়ে একাব মনমরা হয়ে বসে থাকতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই। তারপর নিজের খেলাকে দায়িত্ব হিসেবে দেখা যেতে পারে। সেই দায়িত্ব পালন করার পর জীবনে ফেরা যায়।’
বিরাটের পাশে স্ত্রী অনুষ্কা
দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে গ্যালারিতে ছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর সঙ্গে আনন্দ উদযাপন করেন বিরাট। ভারতের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী রিতিকা সাজদে (Ritika Sajdeh) এবং মেয়ে সামাইরাকেও দুবাইয়ের গ্যালারিতে দেখা যায়। রোহিত বিসিসিআই-এর নীতি নিয়ে মুখ না খুললেও, এ বিষয়ে সরাসরি মুখ খুললেন বিরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।