World Championship of Legends 2025: যাবতীয় বিতর্ক, জল্পনা-কল্পনার অবসান। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না বলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ সেমি-ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ থেকে নাম প্রত্যাহার ভারতের
পাকিস্তানের বিরুদ্ধে খেলছে না ভারত
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সে বিষয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, ঠিক তখনই অন্য এক টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে না ভারতীয় দল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ সেমি-ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচ বয়কট করে টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল।
DID YOU KNOW ?
ভারত-পাকিস্তান ক্রিকেট
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল। ফলে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।
26
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে শিখর ধাওয়ান-শাহিদ আফ্রিদি লড়াই হল না
মাঠে হল না ধাওয়ান-আফ্রিদি লড়াই
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার শিখর ধাওয়ান এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মধ্যে তীব্র বাদানুবাদ দেখা গিয়েছে। তবে এবার ক্রিকেট মাঠে তাঁদের লড়াই দেখা গেল না। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।
২২
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ক্রিকেটেও এর প্রভাব পড়েছে।
36
পাকিস্তানের বিরুদ্ধে না খেলার কথা সরকারিভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় দল
পাকিস্তানকে বয়কট ভারতীয় দলের
এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস হচ্ছে ইংল্যান্ডে। এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার কথা সরকারিভাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে ভারতীয় দল। ফলে সেমি-ফাইনাল না খেলেই ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান দল। গত বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও, এবার খেতাব ধরে রাখার চেষ্টা করল না ভারতীয় দল।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, 'অপারেশন সিঁদুর'-এর প্রভাব পড়ল ক্রিকেট মাঠে
ক্রিকেট মাঠে জঙ্গি হামলার প্রভাব
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালিয়ে নিরীহ পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। এরপর পাকিস্তানে সামরিক অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা পাকিস্তানকে বয়কট করার পক্ষে মত প্রকাশ করেছেন।
56
বৃহস্পতিবার এজবাস্টনে হচ্ছে না ভারত-পাকিস্তানের সেমি-ফাইনাল ম্যাচ
ভারত-পাক ম্যাচ বাতিল
বৃহস্পতিবার এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ সেমি-ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচ হচ্ছে না। ভারতীয় দলের পাশাপাশি স্পনসর সংস্থা ইজমাই ট্রিপও এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছে। এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।
66
এই টুর্নামেন্টের গ্রুপ লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল
দু'বার পাকিস্তান ম্যাচ বয়কট ভারতীয় দলের
এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের গ্রুপ লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। শিখর ধাওয়ান, হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হননি। সতীর্থরাও তাঁদের সঙ্গে গলা মেলান। এরপর সেমি-ফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলেন না ভারতীয় ক্রিকেটাররা।