সংক্ষিপ্ত

২০২৪ সালের আইপিএল-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজিই নিলামের আগে দল গুছিয়ে নিচ্ছে। গত ২ মরসুমে অসাধারণ পারফরম্যান্স দেখানো গুজরাট টাইটানস আগামী মরসুমেও শক্তিশালী দল গড়ছে।

২০২৪ সালের আইপিএল-এ গুজরাট টাইটানসের অধিনায়ক নির্বাচিত হলেন শুবমান গিল। হার্দিক পান্ডিয়া দল ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দেওয়ার পর শুবমানকে অধিনায়ক নির্বাচিত করা হল। ২৪ বছর বয়সি এই ব্যাটার আইপিএল-এ প্রথমবার কোনও দলের অধিনায়ক নির্বাচিত হলেন। হার্দিকের নেতৃত্বে আইপিএল-এ গত ২ মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে গুজরাট টাইটানস। সেই পারফরম্যান্স ধরে রাখাই শুবমানের লক্ষ্য। তাঁর উপর নতুন দায়িত্ব বর্তাচ্ছে। ব্যক্তিগত পারফরম্যান্স যেমন ভালো করতে হবে, তেমনই দলকেও ভালোভাবে পরিচালনা করতে হবে। তবে অনেকদিন ধরে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন শুবমান। ফলে অধিনায়ক হওয়ার পর তাঁর সমস্যা হবে না বলেই আশা ক্রিকেট মহলের।

অধিনায়ক হয়ে খুশি শুবমান

গুজরাট টাইটানসের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর শুবমান বলেছেন, ‘গুজরাট টাইটানসের অধিনায়কত্ব পেয়ে আমি খুব খুশি। আমার গর্বও হচ্ছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং এরকম একটি ভালো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাই। আমরা গত ২ মরসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছি। আমি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আকর্ষণীয় ক্রিকেট খেলতে পারব বলেই আশা করছি।’

 

 

শুবমানের উপর ভরসা ফ্র্যাঞ্চাইজির

শুবমানকে অধিনায়ক নির্বাচিত করার পর গুজরাট টাইটানসের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেছেন, ‘গত ২ মরসুমে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে অনেক উন্নতি করেছে শুবমান গিল। ও এখন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। আমরা ওকে শুধু ব্যাটার হিসেবেই পরিণত হয়ে উঠতে দেখিনি, ওকে ক্রিকেটে নেতা হয়ে উঠতেও দেখেছি। মাঠে ওর অবদান গুজরাট টাইটানসকে দুর্দান্ত শক্তি হয়ে উঠতে সাহায্য করেছে। ও দলকে ২০২২ সালে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে। ২০২৩ সালেও দল দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। মাঠে ওর পারফরম্যান্স পরিণত মানসিকতা ও দক্ষতার প্রমাণ দেয়। শুবমানের মতো একজন তরুণ নেতাকে দায়িত্ব দিয়ে আমরা নতুনযাত্রা শুরু করছি।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Hardik Pandya: শেষমুহূর্তে চমক, ছেড়েই দিল গুজরাট টাইটানস, ফের মুম্বই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়া

IPL 2024: কোন ক্রিকেটারদের ধরে রাখল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি? বাদ পড়লেন কারা?

YouTube video player