আরসিবি কেন আইপিএল জিততে পারছে না? জবাব হাতড়াচ্ছেন যুজবেন্দ্র চাহাল

Published : Jul 17, 2023, 12:50 AM ISTUpdated : Jul 17, 2023, 01:01 AM IST
Yuzvendra Chahal

সংক্ষিপ্ত

আইপিএল-এর ইতিহাসে অন্যতম বিখ্যাত দল হলেও, এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিদের খেতাব না জেতা নিয়ে ক্রিকেট দুনিয়ায় চর্চা অব্যাহত।

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো অসাধারণ ক্রিকেটার থাকা সত্ত্বেও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অতীতে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, কে এল রাহুলের মতো ক্রিকেটাররাও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। কিন্তু তারপরেও আইপিএল জিততে পারেনি আরসিবি। সেরা পারফরম্যান্স দেখিয়েও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি বিরাট। প্রতিবারের আইপিএল-এই সম্ভাবনা জাগিয়েও হতাশ হয়েই বিদায় নিতে হয় আরসিবি-কে। দলে কোনওবারই তারকার অভাব থাকে না। দেশজুড়ে ছড়িয়ে আছেন সমর্থকরা। কিন্তু খেতাব পাচ্ছে না আরসিবি। কেন চ্যাম্পিয়ন হতে পারছেন না বিরাটরা, এই প্রশ্ন বারবার উঠছে।

আইপিএল-এ ৮ মরসুম আরসিবি-র হয়ে খেলেছেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। একটি চ্যাট শোয়ে তাঁকেও প্রশ্ন করা হয়, ‘আরসিবি কেন আইপিএল খেতাব জিততে পারছে না?’ জবাবে চাহাল বলেছেন, 'আমি ৮ বছর ধরে এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করছি। ২০১৬ সালে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে ভালো সুযোগ ছিল। আমাদের দলে ক্রিস গেইল, কে এল রাহুল ছিল। আমরা সেবার ফাইনালে হেরে যাই। আমরা শেষ ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই জয় পাই। দিল্লির বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে আমি প্রথম পার্পল ক্যাপ পাই। মাত্র ২ দিনের জন্য এই ক্যাপ আমার কাছে ছিল। সমীকরণ ছিল, আমরা হেরে গেলে প্রথম ৪ দলের মধ্যে থাকব না। আমরা জিতলে দ্বিতীয় হতাম। আমরা সেই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যাই। আমরা চিন্নাস্বামীতে খেলছিলাম। কিন্তু সেই ম্যাচে ৮-১০ রানে হেরে যাই। এই হারে যন্ত্রণা পেয়েছিলাম।'

আইপিএল-এর কোনও একটি মরসুমে দল খারাপ পারফরম্যান্স হওয়ার পর দলের সবাই কী আলোচনা করেন? এই প্রশ্নের জবাবে চাহাল বলেছেন, ‘আমরা আগামী মরসুমে নতুন কী করতে পারি, সেটা নিয়ে আলোচনা করি। আমরা যখন ভালো ক্রিকেট খেলার পরেও হেরে যাই, তখন খুব একটা খারাপ লাগে না। আমরা জেতার চেষ্টা করেও হেরে গেলে একরকম আর শুরুতেই হেরে গেলে অন্যরকম ব্যাপার। একবার আমরা টানা ৬টি ম্যাচে হেরে যাই। এরপর আমরা যখন সপ্তম ম্যাচে জয় পাই, তখন এমনভাবে সেই জয় উদযাপন করি, যেন খেতাব জিতেছি। ক্রিকেটে সবসময় এরকম ছবি দেখা যায়। এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালস সেরা দল ছিল। কিন্তু আমরা প্লে-অফের যোগ্যতা অর্জনই করতে পারিনি। সবকিছু আমাদের হাতে নেই। এটা নিয়ে বেশি ভাবি না।’

আরও পড়ুন-

ভারতীয় দলের জন্য ভালো খবর, নেটে পুরোদমে বোলিং করছেন জসপ্রীত বুমরা

ফের নেটে ব্যাটিং অনুশীলন, ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না ইরফান পাঠান

সত্য নাদেলা ও শাহরুখ খানকে মিলিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?