আইসিসি চেয়ারম্যান পদে বসতে চলেছেন জয় শাহ? ক্রিকেট বিশ্বে আলোড়ন একেবারে তুঙ্গে

এবার কি আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)? এইমুহূর্তে তুঙ্গে জল্পনা। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত আগামী নভেম্বর মাসেই তিনি এই দায়িত্বে আসতে পারেন।

এবার কি আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)? এইমুহূর্তে তুঙ্গে জল্পনা। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত আগামী নভেম্বর মাসেই তিনি এই দায়িত্বে আসতে পারেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিসিসিআই (BCCI) সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ (Jay Shah)। এমনকি, এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট তিনি। আর এবার সূত্রের খবর, ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার সচিবের পদ ছেড়ে দিতে পারেন তিনি। কারণ, তাঁর লক্ষ্য এবার আইসিসি। অর্থাৎ, বিসিসিআই-এর পদ ছাড়লে তিনি আইসিসি (ICC) চেয়ারম্যান পদের জন্য লড়তে পারেন বলে জানা যাচ্ছে।

Latest Videos

আইসিসি-র চেয়ারম্যান পদের অন্য নির্বাচন রয়েছে আগামী নভেম্বর মাসে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেই নির্বাচনে প্রার্থী হতে পারেন জয় শাহ। কারণ, বিসিসিআই সচিব এইমুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। যদিও বোর্ড প্রেসিডেন্ট পদে আছেন রজার বিনি। কিন্তু তারপরে দাঁড়িয়েও শাহের ভূমিকা অস্বীকার করার কোনও উপায় নেই।

সেইসঙ্গে, বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তাঁর। বর্তমান আইসিসি চেয়ারম্যান বার্কলে জানিয়েছেন, তিনি আর তৃতীয়বার নির্বাচনে লড়তে চান না। সূত্রের খবর, জয় শাহ যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চলেছেন, তা ইতিমধ্যেই স্পষ্ট।

নিয়মানুযায়ী আইসিসির নির্বাচনে মোট ১৬ জন বোর্ড সদস্যের মধ্যে ৯ জনের ভোট পেতে হয় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য। মনে করা হচ্ছে যে, জয় শাহ প্রার্থী হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও তাঁকে সমর্থন করবে এক্ষেত্রে। সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী তিনটি বোর্ডের সমর্থন পেয়ে যাবেন ভারতীয় বোর্ডের সচিব।

আর সেটা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানও নির্বাচিত হয়ে যেতে পারেন তিনি। আইসিসির চেয়ারম্যান পদে লড়বার জন্য মনোনয়ন দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ আগস্ট। এখনও পর্যন্ত জয় শাহর বিরুদ্ধে কেউ মনোনয়ন দেবেন বলে কোনও খবর নেই। সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার কনিষ্ঠতম চেয়ারম্যান হতে পারেন জয় শাহ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী