সোমবার মুম্বইয়ে হয়ে গেল উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম। সব ফ্র্যাঞ্চাইজিই দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান, ইউপি ওয়ারিয়র্স ভালো দল গড়ল।
সোমবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হয়ে গেল উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম। ৬ ঘণ্টা ধরে চলে নিলাম। শুরুতে বাকি ৪ ফ্র্যাঞ্চাইজির চেয়ে এগিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্মৃতি মন্ধানা, এলিসি পেরি, সোফি ডিভাইনের মতো ক্রিকেটারদের দলে নেয় আরসিবি। মুম্বই ইন্ডিয়ানস দলে নেয় ভারতের অধিয়াক হরমনপ্রীত কউরকে। দিল্লি ক্যাপিটালস শুরুতে চুপচাপ থাকলেও, পরে জেমাইমা রডরিগেজ, মেগ ল্যানিং, শেফালি ভার্মার মতো ক্রিকেটারদের দলে নিয়েছে। গুজরাট জায়ান্টস দলে নিয়েছে বেথ মুনি, হারলিন দেওলের মতো ক্রিকেটারকে। ইউপি ওয়ারিয়র্স দলে নিয়েছে দীপ্তি শর্মা, অ্যালিসা হিলি, রাজেশ্বরী গায়কোয়াড়দের। খাতায়-কলমে গুজরাট জায়ান্টস একটু পিছিয়ে। বাকি দলগুলি অত্যন্ত শক্তিশালী। টি-২০ ফর্ম্যাটের উপযুক্ত ক্রিকেটার সব দলেই আছেন। ফলে লিগ শুরু হলে জমজমাট লড়াই দেখা যেতে পারে। পুরুষদের আইপিএল-এর মতোই উত্তেজক হতে পারে মহিলাদের টি-২০ লিগ। নিলামের পর সব দলই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে।
দিল্লি ক্যাপিটালস দলে আছেন- জেমাইমা রডরিগেজ, মেগ ল্যানিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, মেরিজেন ক্যাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্যারিস, জাসিয়া আখতার, মিনু মণি, পুনম যাদব, তানিয়া ভাটিয়া, জেস জনাসেন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি ও অপর্ণা মণ্ডল।
গুজরাট জায়ান্টস দলে আছেন- অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্যান্ড, হারিন দেওল, দিয়ান্দ্রা ডটিন, স্নেহ রানা, এস মেঘনা, জর্জিয়া ওয়ারহ্যাম, মানসী জোশী, দয়ালান হেমলতা, মনিকা প্যাটেল, তনুজা কাঁওয়ার, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারী, পারুনিকা শিশোদিয়া ও শবনম শাকিল।
মুম্বই ইন্ডিয়ানস দলে আছেন- হরমনপ্রীত কউর, ন্যাট স্কিভার-ব্রান্ট, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকর, ইয়াস্তিকা ভাটিয়া, হেদার গ্রাহাম, ইসি উং, আমনজোত কউর, ধারা গুজ্জর, সাইকা ইশাক, হেলি ম্যাথুজ, ক্লো টাইরন, প্রিয়াঙ্কা বালা, হুমেইরা কাজি, নীলম বিস্ত, জিন্তামণি কলিতা ও সোনম যাদব।
রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে আছেন- স্মৃতি মন্ধানা, সোফি ডিভাইন, এলিসি পেরি, রেণুকা সিং, রিচা ঘোষ, ইন্দ্রাণী রায়, দিশা কসত, শ্রেয়াঙ্কা পাতিল, কণিকা আহুজা, আশা শোভনা, এরিন বার্নস, হেদার নাইট, ডেন ভ্যান নিকার্ক, প্রীতি বসু, পুনম খেমনার, কোমল জানজাদ, মেগ্যান শাট ও সাহানা পাওয়ার।
ইউপি ওয়ারিয়র্স দলে আছেন- সোফি একক্লেস্টোন, দীপ্তি শর্মা, তাহিলা ম্যাকগ্র্যাথ, শবনিম ইসমাইল, অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়, পরশভী চোপড়া, শ্বেতা সেহরাওয়াত, এস যশশ্রী, কিরণ নবগিরে, গ্রেস হ্যারিস, দেবিকা বৈদ্য, লরেন বেল, লক্ষ্মী যাদব ও সিমরন শেখ।
আরও পড়ুন-
উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম, ৩.৪০ কোটি টাকা দিয়ে স্মৃতি মন্ধানাকে নিল আরসিবি
'নমস্কার বেঙ্গালুরু', সমর্থকদের বার্তা নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া স্মৃতির
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা ইয়ন মর্গ্যানের