
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে এখনও পর্যন্ত যতগুলি ম্য়াচ হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো ইনিংস দেখা গেল শনিবার। বিস্ফোরক ইনিংস খেললেন দিল্লি ক্য়াপিটালসের ওপেনার শেফালি ভার্মা। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ২৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন শেফালি। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। শেফালির দাপটে দিল্লির অধিনায়ক মেগ ল্য়ানিং অনেকটাই নিষ্প্রভ ছিলেন। তিনি ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্য়াটিং করতে নেমে ৯ উইকেটে ১০৫ রান করে গুজরাট। মাত্র ৭.১ ওভারেই সেই রান টপকে যায় দিল্লি। উইমেনস প্রিমিয়ার লিগে এর আগে কোনও দল এত দ্রুত রান করতে পারেনি। এই টি-২০ লিগে নতুন রেকর্ড গড়লেন শেফালি। তিনি যে বিস্ফোরক ইনিংস খেললেন, সেটি বহুদিন ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে। মহিলা ক্রিকেটে এরকম পাওয়ার হিটিং খুব একটা দেখা যায় না।
এদিন গুজরাটের কোনও ব্য়াটারই বড় রান পাননি। সর্বাধিক ৩২ রান করে অপরাজিত থাকেন কিম গারথ। ২২ রান করেন জর্জিয়া ওয়ারহ্যাম। ২০ রান করেন হারলিন দেওল। ১৩ রান করেন তনুজা কাঁওয়ার। দিল্লির হয়ে ১৫ রান দিয়ে ৫ উইকেট নেন মেরিজেন ক্য়াপ। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন শিখা পাণ্ডে। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন রাধা যাদব। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি। ৪ ম্য়াচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গুজরাট।
ম্য়াচের সেরা মেরিজেন বলেছেন, ‘ভালো পারফরম্যান্স দেখাতে আমি মরিয়া ছিলাম। আমার সময়টা ভালো যাচ্ছিল না। গত ৩ ম্য়াচে আমি ঠিকমতো লাইন ও লেংথে বল রাখতে পারছিলাম না। ভালো পারফরম্যান্স দেখাতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। এই ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। অলরাউন্ডার হলে একরকম সমস্যা আছে। ভালো বোলিং করলেও, ভালো ব্যাটিং করতে না পারলে মন খারাপ হয়ে যায়। তবে এই ম্যাচে আমাকে ব্য়াটিং করতে হয়নি। আমাদের দলে দুর্দান্ত কয়েকজন ক্রিকেটার আছে। এখানে আমার অভিজ্ঞতা অসাধারণ।’
রবিবার উইমেনস প্রিমিয়ার লিগে পয়েন্ট থাকা ইউপি ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ানস। এই লিগে এখনও পর্যন্ত অপরাজিত একমাত্র মুম্বই।
আরও পড়ুন-
এক বছরে ক্রিকেটের সব ফর্ম্য়াটেই শতরান, আমেদাবাদে বিরল নজির শুবমান গিলের
আইপিএল-এর জন্য নতুন জার্সি উদ্বোধন, ফের খেতাবের লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ানস
হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ