WPL Final: রবিবার উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনাল, কখন, কীভাবে দেখবেন ম্যাচ?

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুম শেষ হচ্ছে রবিবার। আইপিএল-এর মতোই সাড়া ফেলে দিয়েছে মহিলাদের এই টি-২০ লিগ। রবিবার খেতাবের লড়াইয়ে নামছে মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস।

রবিবার সন্ধেবেলা উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনাল। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে হাইভোল্টেজ ম্যাচ। চূড়ান্ত লড়াইয়ে হরমনপ্রীত কউরের মুম্বই ইন্ডিয়ানস ও মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এই টি-২০ লিগে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে মুম্বই ও দিল্লি। এই দুই দল যোগ্য হিসেবে ফাইনালে পৌঁছে গিয়েছে। বাকি ৩ দলের মধ্যে লড়াই করেছে ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট টাইটানস। এলিমিনেটরে মুম্বইয়ের কাছে হেরে গিয়েছে ইউপি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হতাশ করেছে। স্মৃতি মন্ধানার দলকেই এই লিগে খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু শুরুতেই পরপর হেরে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যায় আরসিবি। শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটা আর সম্ভব হয়নি। মুম্বই শুরু থেকে পরপর ম্যাচ জিতলেও, শেষদিকে ২ ম্যাচ হেরে দ্বিতীয় স্থানে শেষ করে। শীর্ষে থেকে ফাইনালে পৌঁছে গিয়েছে দিল্লি। এবার শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনালে যে দল স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে তারাই জয় পাবে।

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে লিগ পর্যায়ে দু'বার মুখোমুখি হয়েছিল দিল্লি ও মুম্বই। প্রথম ম্যাচে সহজ জয় পায় মুম্বই। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় দিল্লি। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট করে নেন সাইকা ইশাক, ইসি উং ও হেলি ম্যাথুজ। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পায় মুম্বই। কিন্তু ফিরতি লড়াইয়ে মুম্বইকে হারিয়ে দেয় দিল্লি। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১০৯ রান করেই থেমে যায় মুম্বই। মাত্র ৯ ওভারেই সেই রান টপকে যায় দিল্লি। ফলে ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে দিল্লি। যদিও মুম্বইকে হাল্কাভাবে নিচ্ছেন না শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজরা। তাঁরা ভালভাবেই জানেন মুম্বই কতটা শক্তিশালী দল। হরমনপ্রীত গত কয়েকটি ম্যাচে বড় রান না পেলেও, ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া।

Latest Videos

উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনাল শুরু হবে রবিবার সন্ধে সাড়ে সাতটায়। টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ খেল চ্যানেলে। মোবাইল ফোন, ট্যাবলেট, ডেস্কটপ বা ল্যাটপটে ম্যাচ দেখা যাবে জিও  সিনেমা অ্যাপ, ওয়েবসাইটে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ- শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), জেমাইমা রডরিগেজ, অ্যালিস ক্যাপসি, মেরিজেন ক্যাপ, তানিয়া ভাটিয়া, জেস জোনাসেন, শিখা পাণ্ডে, রাধা যাদব, পুনম যাদব ও অরুন্ধতী রেড্ডি।

মুম্বই ইন্ডিয়ানসের সম্ভাব্য প্রথম একাদশ- ইয়াস্তিকা ভাটিয়া, হেলি ম্যাথুজ, ন্যাট স্কিভার-ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকর, হুমেইরা কাজি, সাইকা ইশাক, আমনজোত কউর, জিন্তিমণি কলিতা ও ইসি উং।

আরও পড়ুন-

জেরুজালেমের রেস্তোরাঁয় শিশুর মতো উচ্ছ্বাস সচিনের, ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

IPL 2023: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই অ্যাঙ্কররা

নবম শ্রেণির ইংরাজি প্রশ্নপত্রে বিরাট কোহলির ছবি, উচ্ছ্বসিত অনুরাগীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের