WPL 2023: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট জায়ান্টস

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে লিগ পর্যায়ের ম্যাচ শেষের দিকে এগিয়ে আসছে। মুম্বই ইন্ডিয়ানস ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। বাকি দলগুলির মধ্যে লড়াই চলছে।

বৃহস্পতিবার উইমেনস প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে লড়াই জমিয়ে দিল গুজরাট জায়ান্টস। এই ম্যাচ জিতলেই মুম্বই ইন্ডিয়ানসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করত দিল্লি ক্যাপিটালস। কিন্তু ১১ রানে জিতে প্লে-অফের দৌড়ে থেকে গেল গুজরাট। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি। এই নিয়ে দ্বিতীয় ম্যাচ হারল দিল্লি। ইউপি ওয়ারিয়র্স ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। গুজরাট ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। ৬ ম্যাচে ২ পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লির প্লে-অফের যোগ্যতা অর্জন করা কার্যত নিশ্চিত। ইউপি ও গুজরাটও প্লে-অফের লড়াইয়ে আছে।

বৃহস্পতিবারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৪৭ রান করে গুজরাট জায়ান্টস। সর্বাধিক ৫৭ রান করেন ওপেনার লরা উলভার্ট। ৫১ রান করে অপরাজিত থাকেন অ্যাশলে গার্ডনার। হারলিন দেওল করেন ৩১ রান। দিল্লির হয়ে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন জেস জোনাসেন। ১ উইকেট করে নেন মেরিজেন ক্যাপ ও অরুন্ধতী রেড্ডি। 

Latest Videos

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। ১৮.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যান শেফালি ভার্মা, তানিয়া ভাটিয়ারা। সর্বাধিক ৩৬ রান করেন মেরিজেন। ২২ রান করেন অ্যালিস ক্যাপসি। ২৫ রান করেন অরুন্ধতী। ১৮ রান করেন ল্যানিং। গুজরাটের হয়ে ২ উইকেট করে নেন কিম গারথ, তনুজা কাঁওয়ার ও গার্ডনার। ১ উইকেট নেন হারলিন।

এই লিগে দ্বিতীয় জয় পাওয়ার পর গুজরাটের অধিনায়ক স্নেহ রানা বলেছেন, ‘আমাদের দলের সবাই খুব খুশি। সবার মুখে হাসি দেখা যাচ্ছে। মাঠ ও পরিবেশ-পরিস্থিতির বিচারে আমাদের মনে হয়েছিল ১৫০ রান লড়াই করার মতো। মেগ ল্যানিংয়ের উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই বড় উইকেট পাওয়া উপভোগ করেছি। কিম গারথ শুরুটা ভালোভাবে করে। ম্যাচের পরিস্থিতি আমাদের পক্ষে ছিল। দলের জন্য যে অবদান রাখতে পারবে সে-ই সেরা। বড় স্কোরের জন্য আমাদের দু’টি ভালো পারফরম্যান্স দরকার। এই ম্যাচে আমাদের ইনিংসে সেই পার্টনারশিপ হয়েছে। ওয়ার্ম-আপের সময় থেকেই সবার মধ্যে ইতিবাচক মানসিকতা দেখা যাচ্ছিল। আমরা জানতাম, এই ম্যাচ জিততেই হবে।'

আরও পড়ুন-

শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই, তৈরি অধিনায়ক হার্দিক পান্ডিয়া

ওয়াংখেড়েতে প্রথম ওডিআই ম্যাচে ৮ ব্যাটার নিয়ে খেলবে অস্ট্রেলিয়া, জানালেন কোচ

ঋষভ পন্থের অনুপস্থিতিতে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র