শুক্রবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন স্টিভ স্মিথ। টেস্ট সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়া।
আমেদাবাদে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দুই ইনিংসেই ভালো পারফরম্যান্স দেখান অস্ট্রেলিয়ার ব্য়াটাররা। প্রথম ইনিংসে ৪৮০ রান করে স্টিভ স্মিথের দল। এবার ওডিআই সিরিজেও দলের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করে তুলতে চাইছে অস্ট্রেলিয়া শিবির। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৮ ব্যাটারকে নিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া। ভারতের মতোই এই সিরিজ অস্ট্রেলিয়ার কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু'দলই এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে। প্রথম ওডিআই ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘আমাদের দলের ভারসাম্য কেমন হওয়া উচিত বা আমরা কীভাবে খেলতে চাই, সে ব্যাপারে একাধিকবার আলোচনা হয়েছে। আমাদের ব্যাটিং লাইনআপের গভীরতা বৃদ্ধি করার জন্য ৮ জন ব্যাটারকে দলে রাখার পরিকল্পনা করা হয়েছে। আমার এর আগেও এভাবে খেলেছি। বিশ্বকাপের আগে আমরা অনেকগুলি কম্বিনেশন পরীক্ষা করে দেখব। আমাদের দলে অনেকজন অলরাউন্ডার আছে। ওদের সবাইকে একই দলে রাখা যেতে পারে। আমরা অনেকরকম পরিকল্পনা করছি। সেগুলি কার্যকর হচ্ছে কি না দেখতে হবে।’
টেস্ট সিরিজে না থাকলেও, চোট সারিয়ে ওডিআই সিরিজের দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। ম্যাক্সওয়েল ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন। তবে ম্যাক্সওয়েল ব্যাটার হিসেবেই খেলবেন। অলরাউন্ডারদের মধ্যে ক্যামেরন গ্রিনের উপর সবেচেয়ে বেশি ভরসা করছে অস্ট্রেলিয়া দল। আমেদাবাদ টেস্ট ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখান গ্রিন। এবার ওডিআই সিরিজেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই অলরাউন্ডার।
ওয়াংখেড়ের ম্যাচের আগে মার্শ বলেছেন, ‘দলের ভারসাম্যের জন্য যত বেশি সম্ভব অলরাউন্ডারদের খেলানোর পরিকল্পনা করা হচ্ছে। আমাদের দলের কাঠামো সেভাবেই গড়ে তোলা হচ্ছে। আমরা অতীতে অনেক ভালো দলের খেলা দেখেছি। ইংল্যান্ড দলে ৮ নম্বরে এমন ব্যাটারকে খেলানো হয়েছে যিনি সত্যিকারের ব্যাটার। দলে এতজন ব্যাটার থাকলে বড় স্কোর গড়া যায় বা বড় রান তাড়া করা যায়।’
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে না পেলেও, ইন্দোর ও আমেদাবাদ টেস্ট ম্যাচে কোনও সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ইন্দোর টেস্ট ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। আমেদাবাদ টেস্ট ম্যাচ ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে স্মিথের। ফলে তাঁর কোনও সমস্যাই নেই। টেস্ট সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব ভালোভাবেই সামাল দিয়েছেন স্মিথ। এবার ওডিআই ফর্ম্যাটেও দলকে ভালোভাবে পরিচালনা করাই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন-
শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই, তৈরি অধিনায়ক হার্দিক পান্ডিয়া
ঋষভ পন্থের অনুপস্থিতিতে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার
শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই, বিশ্বকাপের প্রস্তুতি শুরু ভারতের