WPL 2023: ৩৬ বলে ৯৯ সোফি ডিভাইনের, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দ্বিতীয় জয়

Published : Mar 19, 2023, 12:11 AM IST
Sophie Devine

সংক্ষিপ্ত

উইমেনস প্রিমিয়ার লিগের শুরুতে পরপর ম্যাচ হারলেও, শেষের দিকে ঘুরে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে-অফের লড়াইয়ে ফিরে এলেন স্মৃতি মন্ধানারা।

যে কোনও পর্যায়ের ক্রিকেটেই ৩৬ বলে ৯৯ রান করা অত্যন্ত কঠিন। কিন্তু শনিবার উইমেনস প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ওপেন করতে নেমে সহজেই এই বিস্ফোরক ইনিংস খেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের সোফি ডিভাইন। তাঁর স্ট্রাইক রেট ২৭৫। এই ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। ডিভাইনের এই অবিশ্বাস্য ইনিংসের সুবাদেই উইমেনস প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেল আরসিবি। এদিন গুজরাটকে ৮ উইকেটে হারিয়ে দিল স্মৃতি মন্ধানার দল। ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.৩ ওভারেই জয় ছিনিয়ে নিল আরসিবি। ডিভাইনের সঙ্গে ওপেন করতে নেমে ৩৭ রান করেন আরসিবি অধিনায়ক স্মৃতি। ১৯ রান করে অপরাজিত থাকেন এলিসি পেরি। ২২ রান করে অপরাজিত থাকেন হেদার নাইট। এই জয়ের ফলে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে উঠে এল আরসিবি। অন্যদিকে, আরসিবি-র কাছে হেরে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে ৫ নম্বরে নেমে গেল গুজরাট জায়ান্টস।

শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক স্নেহ রানা। তাঁর দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান করে। সর্বাধিক ৬৮ রান করেন ওপেনার লরা উলভার্ট। তাঁর ৪২ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। দ্বিতীয় সর্বাধিক ৪১ রান করেন অ্যাশলে গার্ডনার। সাবভিনেনি মেঘনা করেন ৩১ রান। ওপেনার সোফিয়া ডানক্লি করেন ১৬ রান। দয়ালান হেমলতা ১৬ রান করে অপরাজিত থাকেন। ১২ রান করে অপরাজিত থাকেন হারলিন দেওল। আরসিবি-র হয়ে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন প্রীতি বোস। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন ডিভাইন।

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ডিভাইন ও স্মৃতি। ওপেনিং জুটিতে যোগ হয় ১২৫ রান। এরপর স্মৃতি আউট হয়ে যান। নিশ্চিত শতরান হাতছাড়া করেন ডিভাইন। তবে তাঁদের দল সহজ জয় পায়।

দলকে জেতানোর পর ডিভাইন বলেছেন, ‘আমি এদিন দ্রুততম শতরান করার পথে ছিলাম। কিন্তু নজির গড়ার কথা কখনও ভাবি না। দলকে জেতানোর কথাই ভাবছিলাম। সেই লক্ষ্য সামনে রেখেই খেলছিলাম। আশা করি আমরা এই জায়গা থেকেও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারব।’

আরও পড়ুন-

WPL 2023: শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে ইউপি ওয়ারিয়র্স

IPL 2023: শুধু শ্রেয়াসই নন, আইপিএল-এ প্রথম ম্যাচে আরও ২ তারকাকে পাবে না কেকেআর

নিজের পারফরম্যান্সে খুশি, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন মহম্মদ সামি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?