নিজের পারফরম্যান্সে খুশি, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন মহম্মদ সামি

‘মুম্বইয়ের উইকেটে বরাবরই ভালো বাউন্স থাকে। আমি ভালো জায়গায় বল রাখার চেষ্টা করছিলাম। সিম পজিশনের উপর জোর দিচ্ছিলাম। তার ফলেই সাফল্য পেয়েছি। মুম্বইয়ে সাধারণত বড় স্কোর হয়।’

/ Updated: Mar 18 2023, 12:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'মুম্বইয়ের উইকেটে বরাবরই ভালো বাউন্স থাকে। আমি ভালো জায়গায় বল রাখার চেষ্টা করছিলাম। সিম পজিশনের উপর জোর দিচ্ছিলাম। তার ফলেই সাফল্য পেয়েছি। মুম্বইয়ে সাধারণত বড় স্কোর হয়। আমরা মাঝে পরপর উইকেট তুলে নিতে পেরেছি। না হলে ওরা ২৬০ থেকে ২৭০ রান করতেই পারত। মুম্বইয়ের উইকেট থেকে পেসাররা কিছুটা সাহায্য পায়। আমরা সেই সুযোগ কাজে লাগিয়েছি,' প্রথম ওডিআই ম্যাচের পর বলেছেন বাংলার পেসার মহম্মদ সামি। সতীর্থ পেসার মহম্মদ সিরাজের প্রশংসা করে সামি বলেছেন, 'সিরাজ অনেক উন্নতি করেছে। ও সব ধরনের পরিবেশ-পরিস্থিতিতে খেলছে। ও নেটে প্রচুর পরিশ্রম করে, সিনিয়রদের সঙ্গে কথা বলে। এটা খুব জরুরি। দলের সবার সঙ্গে কথা বললে উপকার হয়।' সামি জানিয়েছেন, তিনি এখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বা ওডিআই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। প্রতিটি ম্যাচ বা সিরিজ ধরে এগোতে চাইছেন এই পেসার।