WPL 2023: শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে ইউপি ওয়ারিয়র্স

উইমেনস প্রিমিয়ার লিগ যত শেষের দিকে গড়াচ্ছে, প্লে-অফের লড়াই ততই তীব্র হয়ে উঠছে। মুম্বই ইন্ডিয়ানস আগেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। অন্য দলগুলির মধ্য লড়াই চলছে।

উইমেনস প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল ইউপি ওয়ারিয়র্স। মুম্বই ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। ফলে এই ম্যাচ হেরেও হরমনপ্রীত কউরদের সমস্যা নেই। উইমেনস প্রিমিয়ার লিগে এই প্রথম কোনও ম্যাচে হারল মুম্বই। ৬ ম্যাচ খেলে হরমনপ্রীতদের পয়েন্ট ১০। এদিন জিতে ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে উঠে এল ইউপি ওয়ারিয়র্স। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে নিশ্চিত দিল্লি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে গুজরাট জায়ান্টস। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একমাত্র স্মৃতি মন্ধানার দলেই প্লে-অফে যাওয়ার আশা নেই। সবার শেষে থেকেই হয়তো লিগ শেষ করবে আরসিবি। সমর্থকদের হতাশ করলেন স্মৃতিরা। 

শনিবার উইমেনস প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৭ রানে অলআউট হয়ে যায় মুম্বই। সর্বাধিক ৩৫ রান করেন ওপেনার হেলি ম্যাথুজ। ৩২ রান করেন ইসি উং। হরমনপ্রীত করেন ২৫ রান। এছাড়া মুম্বইয়ের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ইউপি ওয়ারিয়র্সের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন সোফি একক্লেস্টন। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন দীপ্তি শর্মা। ১০ রান দিয়ে ১ উইকেট নেন অঞ্জলি সর্বাণী। 

Latest Videos

রান তাড়া করতে নেমে শুরুতেই দেবিকা বৈদ্যর (১) উইকেট হারায় ইউপি ওয়ারিয়র্স। অধিনায়ক হিলিও (৮) বড় রান পাননি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা কিরণ নবগিরে করেন ১২ রান। তবে ৪ নম্বরে ব্যাটিং করতে নামা তাহিলা ম্যাকগ্র্যাথের ৩৮ ও ৫ নম্বরে ব্যাটিং করতে নামা গ্রেস হ্যারিসের ৩৯ রান ইউপি ওয়ারিয়র্সকে ম্যাচে ফেরায়। ১৩ রান করে অপরাজিত থাকেন দীপ্তি। ১৬ রান করে অপরাজিত থাকেন একক্লেস্টন। মুম্বইয়ের হয়ে ২২ রান দিয়ে ২ উইকেট নেন অ্যামেলিয়া কের। ১ উইকেট করে নেন ন্যাট স্কিভার-ব্রান্ট, ম্যাথুজ ও উং। ৫ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইউপি ওয়ারিয়র্স

আরও পড়ুন-

টি-শার্টে অটোগ্রাফের আবদার মেটালেন বিরাট কোহলি, উচ্ছ্বসিত শিশু অনুরাগী

IPL 2023: শুধু শ্রেয়াসই নন, আইপিএল-এ প্রথম ম্যাচে আরও ২ তারকাকে পাবে না কেকেআর

নিজের পারফরম্যান্সে খুশি, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন মহম্মদ সামি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল