WPL 2023: শেফালি ভার্মার বিস্ফোরক ব্যাটিং, আরসিবি-কে সহজেই হারিয়ে দিল দিল্লি

Published : Mar 05, 2023, 06:47 PM ISTUpdated : Mar 05, 2023, 06:58 PM IST
dc vs rcb

সংক্ষিপ্ত

উইমেনস প্রিমিয়ার লিগে জমজমাট লড়াই চলছে। প্রথম দিন যেমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ানস, দ্বিতীয় দিন তেমনই অসাধারণ খেলল দিল্লি ক্যাপিটালস।

শনিবার উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ানস ও সিনিয়র জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। রবিবার মহিলাদের টি-২০ লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে তাঁকে ছাপিয়ে গেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক শেফালি ভার্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে নেমে ৪৫ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন শেফালি। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। শেফালির পাশাপাশি ভালো ব্যাটিং করেন অপর ওপেনার ও অধিনায়ক মেগ ল্যানিং। তিনি ৪৩ বলে ৭২ রান করেন। ল্যানিংয়ের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি।১৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন মেরিজেন ক্যাপ। তিনি ৩টি করে বাউন্ডারি ও ওভার-বাউন্ডারি মারেন। ভারতীয় দলের তারকা জেমাইমা রডরিগেজও ভালো ব্যাটিং করেন। তিনি ১৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। জেমাইমার ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি। ২ উইকেটে ২২৩ রান করে দিল্লি ক্যাপিটালস। এই স্কোরের পর দিল্লির জয় নিয়ে সংশয় ছিল না। খাতায়-কলমে শক্তিশালী দল হলেও, দিল্লিকে হারাতে পারল না আরসিবি।

রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেননি আরসিবি-র দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও সোফি ডিভাইন। ১৪ রান করে আউট হয়ে যান সোফি। ২৩ বলে ৩৫ রান করেন অধিনায়ক স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা এলিসি পেরি ১৯ বলে ৩১ রান করেন। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার ৫টি বাউন্ডারি মারেন। আরসিবি-র পরবর্তী ব্যাটাররা কেউই সেভাবে লড়াই করতে পারলেন না। দিশা কসত (৯), রিচা ঘোষ (২), কনিকা আহুজারা (০) দ্রুত আউট হয়ে যান। আশা শোভনা করেন ২ রান।

শেষদিকে লড়াই চালান হেদার নাইট ও মেগান শাট। তাঁরা দলকে জেতানোর চেষ্টা করছিলেন। কিন্তু ২১ বলে ৩৪ রান করে আউট হয়ে যান নাইট। তাঁর ইনিংসে ছিল ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। মেগান ১৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। প্রীতি বোস ২ রান করে অপরাজিত থাকেন। আরসিবি ৮ উইকেটে ১৬৩ রান করেই থেমে যায়। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার তারা নরিস। ১০ রান দিয়ে ২ উইকেট নেন অ্যালিস ক্যাপসি। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন শিখা পাণ্ডে। ৬০ রানে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস

আরও পড়ুন-

লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন, দেশের প্রতিনিধিত্ব করা সবসময় আনন্দের, বললেন সুরেশ রায়না

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২৩৮ রানে জয়, ইরানি কাপ চ্যাম্পিয়ন অবশিষ্ট ভারত

Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার