WTC 2023-25: আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত, ২০ ম্যাচ খেলবে ভারত

Published : Jun 11, 2023, 02:13 PM ISTUpdated : Jun 11, 2023, 03:01 PM IST
team india

সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিন আগামী সংস্করণের সূচি প্রকাশ করল আইসিসি। এবারও ভারত-পাকিস্তানের সিরিজ হচ্ছে না। ২ দল ফাইনালে উঠলে তবেই দেখা হবে।

অ্যাশেজের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী পর্ব। ভারতীয় দল দেশ-বিদেশ মিলিয়ে ২০টি ম্যাচ খেলবে। ইংল্যান্ড খেলবে ২২টি ম্যাচ। অস্ট্রেলিয়া খেলবে ২১টি ম্যাচ। ভারতীয় দল দেশের মাটিতে ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সফরেও যাবে ভারতীয় দল। যে ৯টি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী সংস্করণে খেলবে, তারা সমসংখ্যক ম্যাচ না খেললেও, একই সংখ্যক সিরিজ খেলবে। প্রতিটি দল দেশের মাটিতে ও বিদেশে ৩টি করে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে ২ থেকে ৫টি করে টেস্ট ম্যাচ হবে। পয়েন্ট সংক্রান্ত নিয়মের কোনও বদল হচ্ছে না।  টেস্ট ম্যাচে জয় পেলে প্রতিটি দল ১২ পয়েন্ট করে পাবে। ড্র হলে ২ দল ৪ পয়েন্ট করে পাবে। কোনও ম্যাচ টাই হলে ২ দল ৬ পয়েন্ট করে পাবে। পার্সেন্টেজ অফ পয়েন্টস বিচার করে চূড়ান্ত পয়েন্ট তালিকা তৈরি হবে।

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। সামান্য পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিল ভারতীয় দল। পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেললেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। ভারতীয় দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ধারাবাহিকতা দেখাচ্ছে। প্রথমবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে রানার্স হয় ভারত। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই চলছে। রবিবার পঞ্চম দিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ২৮০ রান। বিরাট-অজিঙ্কা রাহানেরা এই রান তুলতে না পারলে এবারও রানার্স হবে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য এখন ইংল্যান্ডে অস্ট্রেলিয়া দল। প্যাট কামিন্সরা এখনই দেশে ফিরছেন না। কারণ, ১৬ জুন শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। এই সিরিজ চলবে ৩১ জুলাই পর্যন্ত। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দল মিলিয়ে মোট ৬৮টি ম্যাচ খেলবে। মোট ২৭টি সিরিজ হবে। ভারতীয় দল এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরে এসেছে। আগামী সংস্করণে ফের দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। এবার সিরিজ জেতাই ভারতীয় দলের লক্ষ্য থাকবে। যদিও দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের রেকর্ড খুব খারাপ। বরং সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুর্দান্ত রেকর্ড ভারতীয় দলের। ওয়েস্ট ইন্ডিজ সফরেও বড় কোনও অঘটন ছাড়া ভারতীয় দলেরই সিরিজ জেতা উচিত।

আরও পড়ুন-

WTC Final 2023: মাটি থেকে বল তুলছেন ক্যামেরন গ্রিন, ট্যুইট শুবমান গিলের

WTC Final 2023: হাতে ৭ উইকেট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে শেষ দিন ভারতের চাই ২৮০ রান

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

PREV
click me!

Recommended Stories

Bangladesh Cricket: দেশের হয়ে ৭০টি টেস্ট এবং ২৪৩টি একদিনের ম্যাচ খেলা তারকাকে নিয়ে এমন কথা? বিস্ফোরক ক্রীড়া উপদেষ্টা
ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে শ্রেয়াস আইয়ার