WTC Final 2023: সিরাজের ৪ উইকেট, প্রথম ইনিংসে ৪৬৯ অলআউট অস্ট্রেলিয়া

Published : Jun 08, 2023, 06:45 PM ISTUpdated : Jun 08, 2023, 07:08 PM IST
Team India

সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দিন ভালো পারফরম্যান্স দেখাতে না পারার জন্য সমালোচনার মুখে পড়লেও, দ্বিতীয় দিন দারুণ প্রত্যাবর্তন ঘটালেন ভারতের বোলাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথ ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানে অলআউট করে দিল ভারত। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ৩২৭। দ্বিতীয় দিন দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন ভারতের বোলাররা। ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ২ উইকেট করে নেন মহম্মদ সামি ও শার্দুল ঠাকুর। ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ১৬৩ রান করেন ট্রেভিস হেড। তাঁর ১৭৪ বলের ইনিংসে ছিল ২৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ওডিআই ম্যাচের মেজাজে ব্যাটিং করেন হেড। দ্বিতীয় সর্বাধিক ১২১ রান করেন স্টিভ স্মিথ। তাঁর ২৬৮ বলের ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি। ৪৮ রান করেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি। ২৬ রান করেন মার্নাস লাবুশেন।৪৩ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। আর কোনও ব্যাটার বড় রান পাননি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করেন ৯ রান রান। ওপেনার উসমান খাজা ০ রানেই আউট হয়ে যান। ক্যামেরন গ্রিন করেন ৬ রান। ৫ রান করে রান আউট হয়ে যান মিচেল স্টার্ক। ৯ রান করেন নাথান লিয়ন। ১ রান করে অপরাজিত থাকেন স্কট বোল্যান্ড।

দ্বিতীয় দিন প্রথম উইকেট নেন সিরাজ। তাঁর বলে কে এস ভরতকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান হেড। এরপর সামির বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান গ্রিন। শার্দুলের বলে বোল্ড হয়ে যান স্মিথ। এরপর রান আউট হয়ে যান স্মিথ। উইকেটে জমে যাওয়া কেরিকে এলবিডব্লু করে দেন জাদেজা। লিয়ন ও কামিন্সকে আউট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দেন সিরাজ।

এই ইনিংসে ৩৮ রান অতিরিক্ত হিসেবে দেন ভারতের বোলাররা। না হলে অস্ট্রেলিয়ার স্কোর কিছুটা কম হত। তবে এখন আর কিছু করার নেই। এবার ভারতের ব্যাটারদের লড়াই করতে হবে। ওপেন করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান। এই জুটির উপর ম্যাচের ফল অনেকটা নির্ভর করছে। ওপেনিং জুটিতে যদি ভারতীয় দল বড় পার্টনারশিপ গড়তে পারে, তাহলে পাল্টা চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়া। সম্প্রতি ক্রিকেটের সব ফর্ম্যাটেই অসাধারণ ফর্মে শুবমান। দলের প্রয়োজনের মুহূর্তে তাঁকে লড়াই করতে হবে। অধিনায়ক রোহিতের উপরেও বড় দায়িত্ব। এরপর আছেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। জাদেজার ব্যাটিংয়ের হাতও বেশ ভালো। ফলে লড়াই করতে তৈরি ভারতের ব্যাটিং লাইনআপ।

আরও পড়ুন-

WTC Final 2023: আবহাওয়া দেখেই অতিরিক্ত পেসার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সাফাই বোলিং কোচের

WTC Final 2023: ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যান্ড পরে খেলছে ২ দল

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

PREV
click me!

Recommended Stories

শতদ্র দত্তর সঙ্গে যোগ থাকার অভিযোগ, লালবাজারের দ্বারস্থ সৌরভ, ৫০ কোটি টাকার মানহানির মামলা
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফাইনাল: অনবদ্য শতরান, ঝাড়খণ্ডকে প্রথম খেতাব জেতালেন ঈশান কিষান