WTC Final 2023: দ্বিতীয় দিনের শুরুতেই পরপর উইকেট, ম্যাচে ফিরছে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে না পারলেও, দ্বিতীয় দিন লড়াইয়ে ফেরার চেষ্টা করছে ভারতীয় দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ৩ উইকেটে ৩২৭ রান করে অনেকটাই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলকে ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় সকালে দ্রুত উইকেট নিতে হত। সেই লক্ষ্যে সফল মহম্মদ সিরাজ, মহম্মদ সিরাজরা। দিনের প্রথম উইকেট নেন সিরাজ। তিনি ফিরিয়ে দেন ট্রেভিস হেডকে। ১৬৩ রান করে কে এস ভরতকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান হেড। এরপর ক্যামেরন গ্রিনকে (৬) ফিরিয়ে দেন সামি। ক্যাচ নেন শুবমান গিল। দিনের তৃতীয় উইকেট নেন শার্দুল ঠাকুর। ১২১ রান করে বোল্ড হয়ে যান স্মিথ। ৩৮৭ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করাই ভারতের বোলারদের লক্ষ্য।

এদিন শুরুতে অবশ্য পিছিয়েই ছিল ভারত। প্রথম ওভারেই শতরান সম্পূর্ণ করেন প্রথম দিনের শেষে ৯৫ রানে অপরাজিত থাকা স্মিথ। দিনের সপ্তম ওভারে প্রথম উইকেট পায় ভারত। সিরাজের বলটি অবশ্য উইকেট পাওয়ার মতো ছিল না। লেগসাইডে ছিল বলটি। ভরতকে ক্যাচ দেন হেড। প্রথম উইকেট পেয়ে ভারতের বোলার ও ফিল্ডারদের আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপর ক্রিজে নেমে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি গ্রিন। কিছুক্ষণ পরে স্মিথও আউট হয়ে যান। এরপর রান আউট হয়ে যান মিচেল স্টার্ক (৫)। ৪০২ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

Latest Videos

দ্বিতীয় দিন প্রথম সেশনের পর অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪২২। ক্রিজে অ্যালেক্স কেরি (২২) ও প্যাট কামিন্স (২)। এই ইনিংসে ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২ উইকেট করে নিয়েছেন সামি, সিরাজ ও শার্দুল। দ্বিতীয় দিন প্রথম সেশনে ভারতীয় দলের একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজাকে বল করতে ডাকা হয়নি। দিনের দ্বিতীয় সেশনে হয়তো জাদেজাকে দিয়ে আক্রমণ করবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল এদিন প্রথম সেশনে ৪ উইকেট পেলেও, রান বাড়িয়ে চলেছে অস্ট্রেলিয়া। ৫০০ রান হয়ে গেলে ভারতীয় দলের ব্যাটারদের কাজ আরও কঠিন হয়ে যাবে। সেই কারণে দ্বিতীয় সেশনে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অলআউট করতে হবে।

প্রথম দিন যদি ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারতেন, তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটাররা এত রান করতে পারতেন না। প্রথম দিন অনেক বেশি রান করে অস্ট্রেলিয়া। সেই কারণেই পিছিয়ে পড়েছে ভারত। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেদের অনবদ্য পারফরম্যান্স দেখাতে হবে।

আরও পড়ুন-

WTC Final 2023: ইতিবাচক মানসিকতা থাকলে ভারত টসে জিতে ব্যাটিং করত, তোপ শাস্ত্রীর

WTC Final 2023: আবহাওয়া দেখেই অতিরিক্ত পেসার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সাফাই বোলিং কোচের

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari