WTC Final 2023: ইতিবাচক মানসিকতা থাকলে ভারত টসে জিতে ব্যাটিং করত, তোপ শাস্ত্রীর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিন ভারতীয় দলের খেলা দেখে হতাশ ও ক্ষুব্ধ প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সমালোচনায় সরব।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ভারতীয় দল যেভাবে রক্ষণাত্মক মানসিকতা দেখিয়েছে, তাতে হতাশ প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি। তাঁর মতে, ভারতীয় দল ইতিবাচক মানসিকতার পরিচয় দিতে পারেনি। শাস্ত্রী বলেছেন, 'ভারতীয় দল যদি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলত, তাহলে প্রথমে ব্যাটিং করতে চাইত। প্রথম সেশনে লড়াই করে স্কোরবোর্ডে ২৫০ রান তোলার চেষ্টা করত ভারতীয় দল। বেশি রান করার লক্ষ্য নিয়ে খেলার দরকার হত না। ২৫০ থেকে ২৬০ রান করার লক্ষ্য থাকলেই হত। তারপর যদি পরিস্থিতির উন্নতি হত, প্রথম সেশন ভালোভাবে কেটে যেত, তাহলে আরও বড় স্কোরের লক্ষ্য থাকত। কিন্তু ভারতীয় দলের মানসিকতা ছিল, টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে হবে। সেই কারণেই ৪ পেসার ও ১ স্পিনারকে দলে রাখা হয়।'

প্রথম দিন অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে খেলেছেন, তারপর তাঁদেরই এগিয়ে রাখছেন শাস্ত্রী। তিনি বলেছেন, 'আমার মনে হয় এখন অস্ট্রেলিয়াই এগিয়ে। ভারতকে ম্যাচে ফেরার সুযোগ দেবে কি না সেটা ওদের উপরেই নির্ভর করছে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করেছে। বিশেষ করে প্রথম সেশনে ওরা দারুণ খেলেছে। তার ফলেই দিনের বাকি সময়ে ওদের সুবিধা হয়েছে।'

Latest Videos

এই ম্যাচে ভারতীয় দলের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, ‘দ্বিতীয় দিন সকালে উইকেট নেওয়ার কথা ভাবতে হবে। ভারতের বোলাররা যদি ভাবে উইকেটের জন্য অপেক্ষা করলে লাভ হবে, তাহলে ওরা ভুল করবে। ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে যাবে। দ্বিতীয় দিন চা-পানের বিরতির মধ্যে অস্ট্রেলিয়া আরও অন্তত ২০০ রান করে ফেলবে। তার বেশি রানও করতে পারে ওরা। তাই ভারতের বোলারদের উইকেট নেওয়ার চেষ্টা করতেই হবে। দ্বিতীয় দিন সকালে প্রথম ৪৫ মিনিটের মধ্যে নতুন বল কাজে লাগাতে হবে। শুরুতেই উইকেট পেয়ে গেলে লড়াইয়ে ফিরতে পারবে ভারতীয় দল। ট্রেভিস হেড ক্রিজে আসার পর শুরুতে ওকে যেভাবে বোলিং করছিল ভারতের বোলাররা, ঠিক সেভাবে বোলিং করে যেতে হবে। ঠিকমতো লাইনে বল রেখে যেতে হবে, শরীর লক্ষ্য করে বোলিং করতে হবে, অনেক বেশি শর্ট বল করতে হবে। একমাত্র তাহলেই ভারতের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হবে। না হলে ম্যাচ বেরিয়ে যাবে।’

আরও পড়ুন-

WTC Final 2023: আবহাওয়া দেখেই অতিরিক্ত পেসার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সাফাই বোলিং কোচের

WTC Final 2023: অশ্বিনকে দলে না রাখার মূল্য দিতে হচ্ছে? ওভালের গ্যালারিতে তুমুল আলোচনা

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari