২ মাস ধরে আইপিএল-এ খেলতে ব্যস্ত ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে তার মধ্যেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি চালাচ্ছিলেন তাঁরা, জানালেন অক্ষর প্যাটেল।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, আইপিএল-এর মধ্যেই তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতি নেবেন। সেই পরিকল্পনা অনুযায়ীই তাঁরা প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে অক্ষর জানিয়েছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা হবে ডিউক বলে। আমরা যাতে সেই বলের সঙ্গে মানিয়ে নিতে পারি, তার জন্য আইপিএল-এর মাঝেই আমাদের ডিউক বল দেওয়া হয়েছিল। ২ মাস ধরে সাদা বলে টি-২০ ম্যাচ খেলার পর লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। সেই কারণেই আমরা ঠিক করি, আইপিএল-এর মাঝেই লাল বলে অনুশীলন করব। আমাদের কাছে লাল বল ছিল। আমরা সেই বলে অনুশীলন করছিলাম। আমরা জানি কখন, কীভাবে খেলতে হবে। আমাদের হাতে কতটা সময় আছে সেটাও জানি। সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া মানসিকভাবে কঠিন। তবে আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'
অক্ষর আরও বলেছেন, ‘ডিউক বলের সঙ্গে অন্য বলের পার্থক্য হল, ডিউক বলের ঔজ্জ্বল্য দীর্ঘক্ষণ বজায় থাকে। তবে আমরা ডিউক বলে খেলার ব্যাপারে অভ্যস্ত হয়ে গিয়েছি। আইপিএল চলাকালীন আমাদের কাছে ডিউক বল ছিল। আমরা ডিউক বলে অনুশীলন করে তৈরি হয়ে গিয়েছি। আমরা একইসঙ্গে সাদা বলে ম্যাচ খেলছিলাম, অনুশীলন করছিলাম এবং লাল ডিউক বলে অনুশীলন করছিলাম। এসজি বল থেকে ডিউক বলের সঙ্গে মানিয় নেওয়ার মতোই কঠিন বিষয়টি। প্রতিভা ও দক্ষতার মাধ্যমেই ডিউক বলের সঙ্গে মানিয়ে নিতে হয়। পরিকল্পনা কার্যকর করতে হবে, বোলিংয়ের ছন্দ খুঁজে পেতে হবে। যে বলেই খেলা হোক না কেন, ভালো বোলিং করতে হবে। ঠিক জায়গায় বল রেখে যেতে হবে। সেটা করতে পারলেই অনেকটা কাজ হয়ে যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ইংল্যান্ডে। সেখানকার পরিবেশ-পরিস্থিতি ভারতের চেয়ে আলাদা। আমরা সেটা জানি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ইংল্যান্ডের পিচে কোন লাইন ও লেংথে বোলিং করলে ভালো হবে, সে ব্যাপারে আমরা পরিকল্পনা করছি। অনুুশীলনে আমরা সেভাবেই তৈরি হচ্ছি।’
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অক্ষর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তিনি ভালো পারফরম্যান্স দেখাতে চান। সেভাবেই নিজেকে তৈরি করছেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন-
ধোনির হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন কি না চিকিৎসকরাই ঠিক করবেন, জানালেন সিএসকে সিইও
WTC Final: প্রথমবার সিনিয়র জাতীয় দলের অনুশীলনে যশস্বী, সাহায্য করলেন বিরাট
শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস