WTC Final 2023: ঈশান কিষান না কে এস ভরত, ভারতীয় দলে উইকেটকিপার হিসেবে কে খেলবেন?
- FB
- TW
- Linkdin
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ পাবেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান?
জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন এই তরুণ ক্রিকেটার। তাঁর সঙ্গে লড়াই কে এস ভরতের।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন কে এস ভরত
দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন কে এস ভরত। তবে উল্লেখযোগ্য সাফল্য পাননি তিনি। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনিই খেলার সুযোগ পেতে পারেন।
ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাতে মরিয়া অধিনায়ক রোহিত শর্মা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গতবার নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। এবার দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া অধিনায়ক রোহিত শর্মা।
গতবার অধিনায়ক হিসেবে পারেননি, এবার ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে বিরাট কোহলি
গতবার বিরাট কোহলির নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। তবে এবার ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া বিরাট কোহলি।
এখন ভারতীয় দলের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার শুবমান গিল, তিনি দলের অন্যতম ভরসা
সম্প্রতি ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান গিল। এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করেছেন শুবমানই। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা এই তরুণ ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম ভরসা অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি প্রথম একাদশে থাকবেন বলেই আশা প্রাক্তন ক্রিকেটারদের।
অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ পেতে পারেন
ভারতীয় দল যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই স্পিনার নিয়ে খেলে, তাহলে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন খেলার সুযোগ পাবেন। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখান অশ্বিন। ফের ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই অফস্পিনার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের পেস বোলিংয়ের ভরসা মহম্মদ সামি
গত কয়েক বছর ধরেই ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও লড়াই করতে তৈরি এই পেসার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সামির সঙ্গে ভারতীয় দলের পেস বোলিংয়ের ভরসা মহম্মদ সিরাজ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল ৩ পেসার নিয়ে খেলবে। মহম্মদ সামি ও উমেশ যাদবের সঙ্গে ভারতীয় দলের ভরসা মহম্মদ সিরাজ। ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া এই পেসার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বোলারদের সঙ্গে ভারতের ব্যাটারদের লড়াই
প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেরই মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিলদের সঙ্গে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের লড়াই। এই লড়াইয়ে জয় পেতে মরিয়া রোহিতরা।