WTC Final 2023: আবহাওয়া দেখেই অতিরিক্ত পেসার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, সাফাই বোলিং কোচের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম একাদশে না থেকেও সবচেয়ে বেশি আলোচিত ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার থেকেই তাঁকে নিয়ে আলোচনা চলছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিনকে না খেলিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে দলের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিলেন বোলিং কোচ পরশ মামব্রে। তাঁর বক্তব্য, 'অশ্বিনের মতো একজন চ্যাম্পিয়ন বোলারকে বাদ দেওয়া সবসময়ই কঠিন। (বুধবার) সকালের পরিস্থিতি দেখে আমাদের মনে হয়েছিল, দলে একজন অতিরিক্ত পেসার থাকলে ভালো হবে। অতীতে আমাদের এই পরিকল্পনা কার্যকর হয়েছে। এখানে আমাদের দলের সিমাররা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সবাই বলতে পারেন, দলে একজন অতিরিক্ত স্পিনার থাকলে ভালো হত। কিন্তু আমরা পরিবেশ-পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিয়েছি।'

ভারতীয় দলের বোলিং কোচ আরও বলেছেন, 'দলের সবাই মিলে যখন প্রথম একাদশ নিয়ে আলোচনা করি, তখন টেস্ট ম্যাচের ৫ দিনের পরিবেশ-পরিস্থিতির কথাই মাথায় রাখি। ম্যাচ শুরু হওয়ার ৩-৪ দিন আগে থাকতে আমরা এখানে অনুশীলন শুরু করি। আমরা উইকেট দেখেছিলাম, দলের সবার সঙ্গে আলোচনাও করেছিলাম। দলের সবাই উপযুক্ত কম্বিনেশনের গুরুত্ব জানে।'

Latest Videos

বুধবার ম্যাচের প্রথম দিন উইকেট পান মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও মহম্মদ সামি। ৭৬ রানে ৩ উইকেট হারানোর পর দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর হয় ৩ উইকেটে ৩২৭। ফলে প্রথম দিনই কোণঠাসা হয়ে পড়েছে ভারতীয় দল। যদিও মামব্রের দাবি, ভারতীয় দল এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটাতে পারবে। এ ব্যাপারে ভারতের বোলিং কোচ বলেছেন, 'দ্বিতীয় নতুন বলে আমাদের বোলাররা ভালো বোলিং করছিল। দ্বিতীয় দিনের সকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিন আমরা যা আশা করেছিলাম তার চেয়ে উইকেটে থেকে অনেক বেশি সাহায্য পেয়েছে ব্যাটাররা। আশা করি দ্বিতীয় সকালে বোলাররা উইকেট থেকে সাহায্য পাবে।'

অশ্বিনের পরিবর্তে খেলার সুযোগ পাওয়া উমেশ যাদব প্রথম দিন ১৪ ওভার বোলিং করে ৫৪ রান দিয়েছেন। চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন এই পেসার। তবে তাঁর এখন আর ফিটনেস সংক্রান্ত সমস্যা নেই বলে দাবি মামব্রের। তবে তিনি বোলারদের সমালোচনা করে বলেছেন, ‘আমাদের বোলিংয়ে আরও শৃঙ্খলা দরকার ছিল। ১২-১৩ ওভারের পর থেকে আমরা শৃঙ্খলা হারিয়ে ফেলি। আমরা অনেক বেশি রান দিয়ে ফেলেছি।’

দ্বিতীয় দিন দ্রুত উইকেট নিতে হবে ভারতের বোলারদের। না হলে এই ম্যাচে ফেরা সম্ভব হবে না। সেই লক্ষ্যেই মাঠে নামছেন সামি-সিরাজরা।

আরও পড়ুন-

WTC Final 2023: অশ্বিনকে দলে না রাখার মূল্য দিতে হচ্ছে? ওভালের গ্যালারিতে তুমুল আলোচনা

WTC Final 2023: ২০ বছর আগের সৌরভের মতোই টসে জিতে ফিল্ডিং নিয়ে ভুল করলেন রোহিত?

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury