WTC Final 2023: ফের ব্যাটিং ব্যর্থতা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খোয়াল ভারত

পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গেল ভারতীয় দল। পেসারদের সহায়ক পিচে ভালো মানের বোলারদের বিরুদ্ধে যে এখনও স্বচ্ছন্দ নন ভারতীয় ব্যাটাররা, সেটা ফের প্রকট হয়ে গেল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছ ২০৯ রানে হেরে গেল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে রবিবার ম্যাচের পঞ্চম দিন ২৩৪ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ২৯৬ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে তার চেয়েও কম রান হল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ২ সেশন বাকি থাকতেই ম্যাচ জিতে নিল প্যাট কামিন্সের দল। পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গেল ভারতীয় দল।

রবিবার পঞ্চম দিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল ২৮০ রান। ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে খেলা শুরু করেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ৪৯ রান করে স্কট বোল্যান্ডের বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। এরপর ক্রিজে গিয়ে ২ বল খেলে কোনও রান না করেই আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৮৯ রানের অসামান্য ইনিংস খেলা রাহানে দ্বিতীয় ইনিংসে করলেন ৪৬ রান। উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত করেন ২৩ রান। ৫ বল খেলে ০ রানে আউট হয়ে যান প্রথম ইনিংসে অর্ধশতরান করা শার্দুল ঠাকুর। ১ রান করেন উমেশ যাদব। ১ রান করেন মহম্মদ সিরাজ। ১৩ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সামি।

Latest Videos

অস্ট্রেলিয়ার হয়ে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন নাথান লিয়ন। ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন বোল্যান্ড। ৭৭ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন কামিন্স।

ব্যাটিং ব্যর্থতার জন্যই এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খোয়াতে হল ভারতীয় দলকে। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ভারতের কোনও ব্যাটারই শতরান করতে পারলেন না। সর্বাধিক ৮৯ রান রাহানের। প্রথম ইনিংসে অর্ধশতরান করেন শার্দুল। দ্বিতীয় ইনিংসে ভারতের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারলেন না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে শতরান করেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। দুই ইনিংসেই ভালো ব্যাটিং করেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি। এটাই পার্থক্য গড়ে দিল। ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারল না। অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক হয়ে গেলেন পেসার স্কট বোল্যান্ড।

আরও পড়ুন-

WTC 2023-25: আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত, ২০ ম্যাচ খেলবে ভারত

WTC Final 2023: মাটি থেকে বল তুলছেন ক্যামেরন গ্রিন, ট্যুইট শুবমান গিলের

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র