WTC Final 2023: 'অন্যদের মতামতের কারাগার থেকে মুক্ত', নিন্দুকদের জবাব বিরাট কোহলির

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করতে না পারায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিরাট কোহলি। পাল্টা জবাবও দিয়েছেন এই তারকা।

ভারতের ক্রিকেটপ্রেমীরা যেমন সাফল্য পেলে ক্রিকেটারদের মাথায় করে রাখেন, তেমনই আবার ব্যর্থতা দেখলেই সমালোচনায় ভরিয়ে দেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখাতে পারেনি। ম্যাচের প্রথম ২ দিনই অস্ট্রেলিয়ার দাপট দেখা গিয়েছে। বোলারদের ব্যর্থতার পর টপ অর্ডার ও মিড অর্ডারের ব্যাটাররাও ব্যর্থ হয়েছে। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার মতো তারকারা বড় রান করতে পারেননি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে প্লেটে খাবার নিয়ে মুখে তুলছেন বিরাট। তাঁর কাছে দাঁড়িয়ে শুবমান ও ঈশান কিষান। পাশে আছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। অনেকেই এই ভিডিও দেখে বিরাটের সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, '২০০৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অল্প রানে আউট হয়ে যাওয়ার পর ৩ দিন কিছু খাননি সচিন তেন্ডুলকর। বিরাট কোহলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আউট হয়ে যাওয়ার পরেই খেতে শুরু করে দিয়েছেন।'

সোশ্যাল মিডিয়া পোস্টেই সমালোচনার জবাব দিয়েছেন বিরাট। ইনস্টাগ্রাম স্টোরিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক মার্ক ম্যানসনের বক্তব্য তুলে ধরেছেন বিরাট। তিনি লিখেছেন, ‘নিজেকে অন্যদের মতামতের কারাগার থেকে মুক্ত করার জন্য এই ক্ষমতা গড়ে তোলা দরকার যাতে অন্যরা অপছন্দ করলেও কিছু যায়-আসে না।’ কারও নাম না করেই এভাবে সমালোচকদের মুখ বন্ধ করতে চাইছেন বিরাট

Latest Videos

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতীয় দলের স্কোর ছিল ৫ উইকেটে ১৫১। অস্ট্রেলিয়ার চেয়ে ৩১৮ রানে পিছিয়েছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল ব্যাটিং ওপেন করতে নেমে দলকে ভরসা দিতে ব্যর্থ হন। ওপেনিং জুটিতে যোগ হয় মাত্র ৩০ রান। ১৫ রান করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে এলবিডব্লু হয়ে যান রোহিত। অপর ওপেনার শুবমান ১৩ রান করে স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়ে যান। ১৪ রান করে ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হয়ে যান ৩ নম্বরে ব্যাটিং করতে নামা চেতেশ্বর পূজারা। ১৪ রান করে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। ৭১ রানে ৪ উইকেট হারায় ভারতীয় দল। দলের তারকা ব্যাটাররা দলের প্রয়োজনের সময় রান না পাওয়ায় সমালোচনায় মুখর হন সমর্থকরা।

আরও পড়ুন-

WTC Final 2023: ৮৯ রানে অপরাজিত রাহানে, যোগ্য সঙ্গত শার্দুলের, লড়াই করছে ভারত

ICC World Cup 2023: ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ, বিশ্বকাপ

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News