WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে সূর্যকুমারকে না দেখে অবাক পন্টিং

আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। আইপিএল শেষ হলেই ইংল্যান্ড উড়ে যাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

৭ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট পেয়ে এই ম্যাচে খেলতে পারছেন না। কে এল রাহুল, ঈশান কিষাণরা চোট পেয়ে ছিটকে যাওয়ায় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদবকে ভারতীয় দলে না দেখে অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ বলেছেন, 'ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে ঈশান কিষাণ। ও যেভাবে খেলে, তার সঙ্গে ঋষভ পন্থের মিল আছে। ও যেমন উইকেটকিপিং করতে পারে, তেমনই আবার মিডল অর্ডারে ব্যাটিংও করতে পারে। যদি এই ধরনের ক্রিকেটারদের খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে ওদের আক্রমণাত্মক খেলার স্বাধীনতা দেওয়া উচিত। ভারতীয় দলকে যদি সাফল্য পেতে হয়, তাহলে আক্রমণের পথেই হাঁটা উচিত। আমার মনে হয় অস্ট্রেলিয়াও আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে।'

পন্টিং আরও বলেছেন, 'ভারতীয় দলের অনেক ক্রিকেটারই চোট পেয়েছে। ফলে ব্যাটিং বিভাগে সমস্যা তৈরি হয়েছে। কে এল রাহুল চোট পাওয়ার আগে পর্যন্ত আমার হিসেবে ও প্রথম একাদশে ছিল। কিন্তু এখন ও দলে নেই। ফলে ঈশান বা কে এস ভরতকে খেলার সুযোগ দিতে হবে।'

Latest Videos

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয় সূর্যকুমারের। তবে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় বাদ পড়েন এই মিডল অর্ডার ব্যাটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সূর্যকুমারকে। নতুন করে আর কেউ চোট না পেলে তাঁকে মূল দলে নেওয়া হবে না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোনও দলকেই এগিয়ে রাখছেন না পন্টিং। তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটাররা এখন আইপিএল-এ খেলছে। ফলে ওরা শুধু আইপিএল নিয়েই ভাবছে। ভারতীয় বোলাররা যাতে ২ সপ্তাহ পর টেস্ট ম্যাচে বোলিং করার মতো ফিট থাকে, তার জন্য নিশ্চয়ই ওদের ওয়ার্কলোডের দিকে নজর দেওয়া হচ্ছে। এছাড়া যে দলগুলি আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে না সেই দলগুলির ক্রিকেটাররা আড়াই সপ্তাহ বিশ্রাম পাবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়ে ওখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে বিরাট (কোহলি) নিশ্চয়ই রান করতে চাইবে। ফাস্ট বোলারদেরও ২ সপ্তাহ বিশ্রাম যথেষ্ট। ফলে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না।’

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল-এ ধরমশালায় দ্বিতীয় ম্যাচ, শুক্রবার পাঞ্জাব কিংস-রাজস্থান রয়্যালস লড়াই

IPL 2023: শনিবার ইডেনে ডার্বির মেজাজ, কেকেআর-লখনউ লড়াইয়ে নজরে মোহনবাগান

IPL 2023: আইপিএল-এ ৬ শতরান, ক্রিস গেইলের রেকর্ড স্পর্শ বিরাট কোহলির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র