WPL 2026: উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুম থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। চলতি মরসুমে এই দল এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে।

DID YOU
KNOW
?
চ্যাম্পিয়ন আরসিবি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পুরুষ দল প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আগেই ডব্লুপিএল জেতে মহিলা দল।

Royal Challengers Bengaluru: পরপর পাঁচ ম্যাচ জিতে চলতি উইমেনস প্রিমিয়ার লিগের (WPL 2026) প্লে-অফে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার রাতে গুজরাট জায়ান্টসকে (Gujarat Giants) ৬১ রানে হারিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করে নিল স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) দল। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে আরসিবি-র মহিলা দল। এখনও পর্যন্ত কোনও প্রতিপক্ষই সুবিধা করতে পারেনি। গুজরাট জায়ান্টসকেও আরসিবি-র সামনে 'লিলিপুট' মনে হল। পাঁচ দলের এই লিগে বাকিদের চেয়ে অনেক এগিয়ে স্মৃতিরা। ফলে এবার বড় কোনও অঘটন না ঘটলে তাঁরাই চ্যাম্পিয়ন হবেন। এখনও পর্যন্ত পারফরম্যান্স সে কথাই বলছে। হঠাৎ দলের সবাই একসঙ্গে ব্যর্থ না হলে আরসিবি-ই এবার এই লিগ জিতবে। শুরুতেই সে কথা বলে দেওয়া যাচ্ছে।

নজর কাড়লেন গৌতমী নায়েক

সোমবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner)। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে তা কাজে লাগান আরসিবি-র ব্যাটাররা। তাঁরা ছয় উইকেট হারিয়ে ১৭৮ রান করেন। সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান গৌতমী নায়েক (Gautami Naik)। তিনি চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৫ বলে ৭৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) ২০ বলে তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। স্মৃতি ২৩ বলে ২৬ রান করেন। রাধা যাদব (Radha Yadav) আট বল খেলে ১৭ রান করেন। 

কাজে লাগল না গার্ডনারের অর্ধশতরান

গুজরাটের অধিনায়ক গার্ডনার কার্যত একা লড়াই চালান। তিনি ৪৩ বল খেলে ৫৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অনুষ্কা শর্মা (Anushka Sharma) ২০ বল খেলে ১৮ রান করেন। আরসিবি-র হয়ে সয়ালি সাতঘরে (Sayali Satghare) ২১ রান দিয়ে তিন উইকেট নেন। নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk) ১৭ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।