Bhaichung Bhutia: ভারতীয় ফুটবলের বর্তমান বেহাল দশা নিয়ে একেবারেই খুশি নন বাইচুং ভুটিয়া। তিনি অদূর ভবিষ্যতে সাফল্য পাওয়ার আশা দেখছেন না। ভারতীয় ফুটবলের পরিকাঠামোয় বদলের ডাক দিচ্ছেন।
KNOW
Indian Football: ভারতের পুরুষ ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা স্ট্রাইকার সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে (Gurpreet Singh Sandhu) জাতীয় দল থেকে সরে যাওয়ার পরামর্শ দিলেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করার পরেও সুনীলের জাতীয় দলে ফেরায় কোনও লাভ হয়নি। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং বলেছেন, 'এবার সুনীলের জাতীয় দল থেকে সরে যাওয়ার সময় এসেছে। ওর কেরিয়ার অসাধারণ। ও দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা পেয়েছিল। তারপর ওর জাতীয় দলে ফেরা বড় ভুল ছিল। ওর জন্যও যেমন ভুল ছিল, তেমনই ভারতীয় ফুটবলের জন্যও ভুল ছিল। আমি এ কথা আগেও বলেছি। এবার সুনীল ও গুরপ্রীতের মতো সিনিয়র খেলোয়াড়দের সরে যাওয়া উচিত। ওরা ভারতীয় ফুটবলের জন্য অবদান রেখেছে। এবার পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়া উচিত।'
সিঙ্গাপুরের কাছে হার ভারতের
বুধবার গোয়ায় ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের (2027 AFC Asian Cup qualification) ম্যাচে সিঙ্গাপুরের (India vs Singapore) কাছে ১-২ হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে খালিদ জামিলের (Khalid Jamil) দল। ভারতীয় দলের এই হারে হতাশ বাইচুং। তাঁর মতে, এবার সিনিয়র ফুটবলারদের বদলে তরুণদের সুযোগ দেওয়া উচিত।
হতাশাজনক পারফরম্যান্স সুনীলের
অবসর ভেঙে জাতীয় দলে ফেরার পর এ বছরের মার্চে মালদ্বীপের (India vs Maldives) বিরুদ্ধে শেষবার গোল করেন সুনীল। তারপর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে কোনও ম্যাচেই গোল করতে পারেননি। এই কারণেই বাইচুং বলছেন, সুনীলের জাতীয় দলে প্রত্যাবর্তনে কোনও লাভ হয়নি। গুরপ্রীত দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেললেও, তিনি অনেক ম্যাচেই নিজের ভুলে গোল হজম করে ভারতীয় দলকে ডুবিয়েছেন। এই কারণেই বাইচুংয়ের মতোই সুনীলকেও সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বাইচুং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


