এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ কারা? রইল পূর্ণাঙ্গ সূচি

সামনে চলে এল এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন (AFC Asian Cup 2027 Qualifiers) পর্বের গ্রুপ বিন্যাস। 

দেখা যাচ্ছে, ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে আরও তিনটি দল। তারা হল বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। আর এই এশিয়ান কাপের আগে জাতীয় দল ঠিক কীভাবে প্রস্তুতি নেবে, তার পরিকল্পনা করার জন্য ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) শীর্ষ কর্তাদের সঙ্গে দিল্লীতে দুদিনের বৈঠক করেছেন জাতীয় দলের কোচ মানোলো মারকুয়েজ।

প্রসঙ্গত, আগামী ২০২৭ সালে সৌদি আরবে বসবে এএফসি এশিয়ান কাপের আসর। এই প্রতিযোগিতায় গত দুবার মূলপর্বে উঠেছিল ভারত। স্বাভাবিকভাবেই এবারও মূলপর্বে খেলার লক্ষ্য নিয়েই নামতে চাইছে টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য যোগ্যতা অর্জন পর্বের খেলায় জয় পেতে হবে ভারতের।

Latest Videos

এদিকে সোমবার, প্রকাশ্যে এল যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিভাজন। ভারত ছাড়া সেই গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। অর্থাৎ, গ্রুপ পর্বের ম্যাচে খুব একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামতে হবে না গুরপ্রীত সিং সান্ধুদের।

উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি নিতে আগামী ১৪ মার্চ থেকে জাতীয় শিবির শুরু করতে চাইছেন মারকুয়েজ। চলতি আইএসএল-এর লিগ পর্বের ম্যাচ শেষ হওয়ার ঠিক দুদিন পর থেকেই এই শিবির শুরু হওয়ার কথা।

আসলে জাতীয় দলের হেডকোচ চাইছেন, জাতীয় শিবিরে পর্যাপ্ত সময় কাটাক ফুটবলাররা। এদিকে ফেডারেশন কর্তাদের সঙ্গে দুদিনের বৈঠক শেষে মারকুয়েজ বলেন, “যেভাবে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামার আগে প্রস্তুতির পরিকল্পনা করেছি, তাতে আমাদের প্রস্তুতি ভালোই হবে বল্র আশা। আসন্ন প্রতিযোগিতাগুলিতে একইসঙ্গে ভালো ফল করতে আমরা প্রস্তুত।”

আসন্ন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে মোট ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। হোম এবং অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে খেলবে দলগুলি। এদিকে ভারতের প্রথম হোম ম্যাচ রয়েছে আগামী ২৫ মার্চ। প্রসঙ্গত, মোট পাঁচবার এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে ভারত।

চলুন দেখে নেওয়া যাক, কবে কোন ম্যাচ?

২৫ মার্চ ২০২৫ঃ ভারত বনাম বাংলাদেশ (হোম)

১০ জুন ২০২৫ঃ ভারত বনাম হংকং (অ্যাওয়ে)

৯ অক্টোবর ২০২৫ঃ ভারত বনাম সিঙ্গাপুর (হোম)

১৪ অক্টোবর ২০২৫ঃ ভারত বনাম সিঙ্গাপুর (অ্যাওয়ে)

১৮ নভেম্বর ২০২৫ঃ ভারত বনাম বাংলাদেশ (অ্যাওয়ে)

৩১ মার্চ ২০২৬ঃ ভারত বনাম হংকং (হোম)

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee