East Bengal: লাল হলুদ ছেড়ে ক্লেইটন অন্য ক্লাবে! রবসন কবে আসছেন ইস্টবেঙ্গলে? বিরাট আপডেট

কিন্তু অনেকদিন ধরেই যে কথাটা শোনা যাচ্ছিল, জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে দলে আসতে পারেন ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো (Robson Robinho)।

চেনা ছন্দে ফিরে এসেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরপর দুই ম্যাচে জয় যেন সেই কথাই বলছে। এরই মাঝে দুটি বড় আপডেট চলে এল ক্লেইটন এবং রবসনকে নিয়ে।

যদিও আইএসএল-এর (ISL) শুরুটা খুব একটা ভালো করেনি লাল হলুদ ব্রিগেড। কিন্তু নতুন কোচ আসতেই ছন্দে ফিরলেন সৌভিকরা। প্রসঙ্গত, দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নিয়েই লাল হলুদকে জয়ের সরণীতে ফিরিয়ে এনেছেন অস্কার ব্রুজো (Oscar Bruzon)।

Latest Videos

যার শুরুটা হয়েছিল ভুটানের মাটি থেকে। এএফসি-র (AFC) ম্যাচগুলিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল গোটা দল। এরপর চলতি আইএসএল-এ নর্থ ইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারায় তারা। তারপর অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ান এফসি-কে ২-০ গোলে উড়িয়ে দিয়ে প্লে-অফের লড়াইতে ফিরে আসার চেষ্টা করছে লাল হলুদ ব্রিগেড।

কিন্তু অনেকদিন ধরেই যে কথাটা শোনা যাচ্ছিল, জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে দলে আসতে পারেন ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো (Robson Robinho)। কারণ, তিনি এখন ফ্রি প্লেয়ার। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস-এর সঙ্গে তাঁর চুক্তি শেষ।

অন্যদিকে, ক্লেইটন সিলভাকে (Cleiton Silva) ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। সূত্রের খবর, তিনি যেতে পারেন ওড়িশা এফসি-তে (Odisha FC)। এমনিতে দিমিত্রি দিয়ামান্তাকোস ইস্টবেঙ্গলে আসায় গোলের খরা অনেকটাই কেটে গেছে। অপরদিকে, রয় কৃষ্ণা চোটের কবলে পড়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েছে ওড়িশা। ফলে, সেই জায়গায় যেতে পারেন ক্লেইটন।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, রবসনের ইস্টবেঙ্গলে (East Bengal) আসার সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে। তার আরও বড় প্রমাণ রবসনের নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট। কয়েকদিন আগেই তিনি লেখেন, “বসুন্ধরা কিংসের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করছি। সমর্থক, কোচিং স্টাফ, প্লেয়ার এবং যাদের সঙ্গে আমি কাজ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

কিন্তু একটাই মুশকিল। যেহেতু রবসন রোবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংস-এর চুক্তি নভেম্বর মাসেই শেষ হয়ে গেছে, তাই সার্টিফিকেট (Certificate) পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো (Transfer Window) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের