EPL: প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও লড়াইতে ফিরে এল চেলসি, ৪-৩ গোলে জয় টটেনহ্যামের বিরুদ্ধে

Published : Dec 09, 2024, 06:44 PM IST
Chelsea

সংক্ষিপ্ত

ম্যাচের ৫ মিনিটেই ডমিনিক সোলাঙ্কের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে সেখানেই শেষ নয়।

পিছিয়ে পড়েও দুরন্ত জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে চেলসি।

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর রবিবার, অ্যাওয়ে ম্যাচে চেলসি ৪-৩ গোলে হারাল টটেনহ্যাম হটস্পারকে। বলা চলে, ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম একটি উত্তেজনার ম্যাচ ছিল এটি। খেলার ১১ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েও আবার ফিরে আসা।

ম্যাচের ৫ মিনিটেই ডমিনিক সোলাঙ্কের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে সেখানেই শেষ নয়। খেলার ১১ মিনিটে, ডেজান কুলুসেভস্কির গোলে আরও এগিয়ে যায় তারা। ম্যাচের স্কোর তখন ২-০। কিন্তু লড়াই থেকে হারিয়ে যায়নি চেলসি।

ম্যাচের ১৭ মিনিটে, গোল করে ব্যবধান কমান চেলসির নির্ভরযোগ্য ফুটবলার জ্যাডন স্যাঞ্চো। তবে দ্বিতীয়ার্ধে যেন আরও নাটক বাকি ছিল। খেলার ৬১ মিনিটে, পেনাল্টি থেকে গোল করেন কোল পামার। তবে সেখানেই শেষ নয়। এরপর ৭৩ মিনিটে, এনজ়ো ফার্নান্ডেজ়ের গোলে ব্যবধান আরও বাড়ায় চেলসি।

ম্যাচের ৮৪ মিনিটে, আবার গোল। এক্ষেত্রেও সেই কোল পামার। ফের পেনাল্টি থেকে গোল করেন তিনি। কেহাল্র স্কোর তখন ৪-২। ম্যাচ শেষ হওয়ার একটু আগে ব্যবধান কমায় টটেনহ্যাম হটস্পার। গোল করেন সন হিউন মিন। শেষপর্যন্ত, ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় চেলসি।

আর এই জয়ের সুবাদে আর্সেনালকে পিছনে ফেলে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। এই মুহূর্তে ১৫টি ম্যাচ খেলে চেলসির সংগ্রহে ৩১ পয়েন্ট। অন্যদিকে, লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল তাদের থেকে মাত্র মাত্র ৪ পয়েন্টে এগিয়ে আছে।

নিঃসন্দেহে দুরন্ত জয়। যা দলের মনোবল আরও অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?