ইরানে খেলতে না যাওয়ার জের, এএফসি প্রতিযোগিতায় নির্বাসিত মোহনবাগান সুপার জায়ান্ট

Published : Dec 17, 2025, 09:53 PM IST
Mohun Bagan SG

সংক্ষিপ্ত

Mohun Bagan Super Giant: চলতি মরসুমে আইএসএল (Indian Super League) হবে কি না ঠিক নেই। তবে যদি শেষপর্যন্ত আইএসএল হয় এবং মোহনবাগান সুপার জায়ান্ট চ্যাম্পিয়ন হয়, তাহলেও এএফসি প্রতিযোগিতায় (AFC club competitions) খেলতে পারবে না।

DID YOU KNOW ?
কড়া শাস্তি এএফসি-র
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এএফসি। ফলে বিপাকে পড়ে গেল সবুজ-মেরুন শিবির।

Mohun Bagan Super Giant Banned: প্রথমবার ইরানে (Iran) খেলতে না গিয়ে খুব বেশি শাস্তি পেতে হয়নি। কিন্তু টানা দ্বিতীয় বছর এএফসি (AFC) প্রতিযোগিতায় গ্রুপ লিগের ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় বড় শাস্তির মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার এই কড়া শাস্তির কথা ঘোষণা করেছে এএফসি। ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসি-র কোনও প্রতিযোগিতাতেই খেলতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। একইসঙ্গে মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে। ৫০,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যাচ খেলতে না যাওয়ার ফলে ইরানের ক্লাব ও এএফসি-র যে ক্ষতি হয়েছে, তার জন্য আরও ৫০,৭২৯ মার্কিন ডলার দিতে হবে। ৩০ দিনের মধ্যেই জরিমানা ও ক্ষতিপূরণের টাকা দিতে হবে। এছাড়া এএফসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২৫-২৬ মরসুমে এএফসি চ্যাম্পিনস লিগ টুয়ে (AFC Champions League Two) খেলার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট কোনও আর্থিক সুবিধা পাবে না। ইতিমধ্যেই যদি প্রতিযোগিতায় যোগ দেওয়ার ফি, পারফরম্যান্স বোনাস বা ভ্রমণের জন্য কোনও অর্থ দেওয়া হয়ে থাকে, তাহলে ৩০ দিনের মধ্যে সেই অর্থ এএফসি-কে ফেরত দিতে হবে।

ইরানে খেলতে না যাওয়ার বড় খেসারত

২০২৪-২৫ মরসুমে পশ্চিম এশিয়ায় অশান্তির কথা উল্লেখ করে ইরানের তাবরিজে (Tabriz) ট্রাক্টর এসসি-র (Tractor SC) বিরুদ্ধে ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। এই কারণে শুধু সেই মরসুমের জন্য এএফসি প্রতিযোগিতা থেকে তাদের বাদ দেওয়া হয়। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে ফের ইরানে খেলতে যেতে অস্বীকার করে সবুজ-মেরুন ব্রিগেড। এবার প্রতিপক্ষ ছিল সেপাহান এসসি (Sepahan SC)। নিরপেক্ষ দেশে ম্যাচ দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু সেই দাবি মানতে চায়নি এএফসি। ইরানে খেলতে না যাওয়ায় প্রথমে এএফসি চ্যাম্পিনস লিগ টু থেকে বাদ দেওয়া হয়। তারপর নির্বাসিত করা হল।

আবেদন জানিয়ে লাভ হবে?

এএফসি-র শাস্তির বিরুদ্ধে আবেদন জানাতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু তাতে খুব বেশি লাভ হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার ইরানে খেলতে যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট।
পরপর ২ বছর এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

Messi AI video: ধুতি-পাঞ্জাবি পরে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আবার মিষ্টিও খাচ্ছেন মেসি! জানুন বিস্তারিত
'আশা করি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল,' শুভেচ্ছাবার্তা লিওনেল মেসির