সংক্ষিপ্ত
প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে মাত্র এক ম্যাচ খেলেই মোহনবাগান সুপার জায়ান্টের অভিযান শেষ হয়ে গেল। নিজেদের সিদ্ধান্তের খেসারত দিতে হল সবুজ-মেরুন শিবিরকে।
ইরানের তাবরিজে ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে না যাওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। ২ অক্টোবর তাবরিজে মোহনবাগান সুপার জায়ান্ট-ট্রাক্টর এফসি ম্যাচ ছিল। কিন্তু ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। ট্রাক্টর এফসি অবশ্য খেলার জন্য তৈরি ছিল। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হাজির হন ট্রাক্টর এফসি-র কোচ ও ফুটবলার। মোহনবাগান সুপার জায়ান্টের আসন ফাঁকা ছিল। তখনই এএফসি-র পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, মোহনবাগান সুপার জায়ান্টকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। সোমবার সেই শাস্তির কথা ঘোষণা করা হল। এএফসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট ইরানে খেলতে না যাওয়ায় ধরে নেওয়া হচ্ছে, এই ক্লাব প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে। এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের সব গোল ও পয়েন্ট বাতিল হয়ে যাচ্ছে। এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে আর খেলতে পারবে না মোহনবাগান সুপার জায়ান্ট।
কড়া বার্তা এএফসি-র
এএফসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫ মরসুমের জন্য এএফসি-র নিয়মের ৫.২ অনুচ্ছেদ অনুসারে ভারতের মোহনবাগান সুপার জায়ান্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এই ক্লাব ২ অক্টোবর ইরানের তাবরিজে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ এ-র ম্যাচে ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে যায়নি। এই কারণেই মোহনবাগান সুপার জায়ান্টের গোল ও পয়েন্ট বিবেচনা করা হবে না। ভবিষ্যতের ম্যাচগুলিতেও খেলবে না এই ক্লাব।’
নিরাপত্তার অভাবের কথা মানতে নারাজ এএফসি
মোহনবাগান সুপার জায়ান্টের দাবি ছিল, ইরানে নিরাপত্তার অভাব রয়েছে। কিন্তু একই সময়ে ইরানে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয়। ফলে সবুজ-মেরুন শিবিরের যুক্তি খাটল না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
সবুজ-মেরুন ঝড়ে 'সাদা-কালো' মহামেডান স্পোর্টিং, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট
হারের ভয়ে ইরান-আজারবাইজানে খেলতে যাচ্ছে না মোহনবাগান, ব্যঙ্গ ট্রাক্টর এফসি-র
বেঙ্গালুরু এফসি-র কাছে ৩ গোল হজম, আইএসএল-এ বিশ্রী হার মোহনবাগান সুপার জায়ান্টের