শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের নির্ণায়ক ম্যাচ, এগিয়ে এল ইস্টবেঙ্গলের খেলার সময়

খুব খারাপ অবস্থায় ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। দেশের মাটিতে টানা হারের পর ভুটানে গিয়ে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল।

শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ এ-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে লেবাননের নেজমে এসসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিততে পারলে সরাসরি নক-আউটের যোগ্যতা অর্জন করবে অস্কার ব্রুজোঁর দল। বসুন্ধরা কিংস ও পারো এফসি-কে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেজমে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে পারো এফসি-র সঙ্গে ২-২ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসকে ৪-০ উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার জিততে পারলে গ্রুপের শীর্ষে থেকে সরাসরি নক-আউটে পৌঁছে যাবেন সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলিরা। নেজমে এসসি-র সঙ্গে ড্র করেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে ইস্টবেঙ্গল। তবে ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে চায় লাল-হলুদ ব্রিগেড।

রক্ষণের সমস্যা মেটাতে মরিয়া অস্কার

Latest Videos

চলতি মরসুমে ইস্টবেঙ্গলের সিনিয়র দল যত ম্যাচ খেলেছে, তার মধ্যে শুধু বসুন্ধরা কিংসের বিরুদ্ধে গোল হজম করেনি। বাকি সব ম্যাচেই ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল গোল পেয়েছে। গত ম্যাচে গোল না খেয়ে বড় ব্যবধানে জয় পেলেও, ইস্টবেঙ্গলের রক্ষণে অনেক গলদ দেখা গিয়েছে। পারো এফসি ও বসুন্ধরা কিংসের চেয়ে শক্তিশালী দল নেজমে এসসি। ফলে এই দলের বিরুদ্ধে রক্ষণ শক্তিশালী করতে না পারলে সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। মিডফিল্ডারদেরও আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। বিশেষ করে সেকেন্ড বল নিজেদের দখলে আনার ক্ষেত্রে সৌভিক, সল ক্রেসপোদের আরও তৎপর হতে হবে।

এগিয়ে এল ম্যাচের সময়

শুক্রবার ইস্টবেঙ্গল-নেজমে এসসি ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে চারটেয় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার জানানো হয়েছে, বিকেল সাড়ে তিনটেয় ম্যাচ শুরু হবে। কেন ম্যাচের সময় এগিয়ে এল, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বসুন্ধরার বিরুদ্ধে 'কিং' ইস্টবেঙ্গল, পুরনো ক্লাবকে গোলের মালা পরিয়ে প্রথম জয় অস্কারের

'ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে খুশি, দলকে আরও ম্যাচ জেতাতে চাই,' বার্তা আনোয়ার আলির

অপরূপ প্রাকৃতিক পরিবেশে অনুশীলন, সুন্দর ফুটবল খেলে জয় পাবে ইস্টবেঙ্গল?

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari