সংক্ষিপ্ত

ইস্টবেঙ্গলের প্রধান কোচ হওয়ার আগে বসুন্ধরা কিংসের দায়িত্বে ছিলেন অস্কার ব্রুজোঁ। পুুরনো দলের বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে প্রথম জয় পেলেন অস্কার।

প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল ৪-০ এগিয়ে! শেষ কবে এটা হয়েছে মনে করা কঠিন। টানা জয়হীন থাকার পর এভাবে যে প্রিয় দল জয়ে ফিরবে, সেটা বোধহয় ইস্টবেঙ্গলের সবচেয়ে কট্টর সমর্থকরাও ভাবতে পারেননি। তবে বিদেশি দলগুলির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড বরাবরই ভালো। সেটা এবারও বজায় থাকল। যে দলটা পরপর আট ম্যাচ হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটান রওনা হয়েছিল, সেই দলটাই এই টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে অপরাজিত। প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচ বড় ব্যবধানে জিতে নক-আউটের যোগ্যতা অর্জনের আশা উজ্জ্বল করে তুলেছে অস্কার ব্রুজোঁর দল।

পুরনো দলের বিরুদ্ধে বাজিমাত অস্কারের

বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্রধান কোচ হিসেবে অসাধারণ সাফল্য পেয়েছেন অস্কার। ঘটনাচক্রে সেই দলের বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে প্রথম জয় পেলেন অস্কার। শুধু জয়ই নয়, দাপট দেখিয়ে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। প্রথম মিনিটেই লালচুংনুঙ্গার ক্রস থেকে গোল করেন দিমিত্রিওস দিয়ামান্তাকস। ২০ মিনিটের মাথায় অসাধারণ শটে গোল করে ব্যবধান বাড়ান সৌভিক চক্রবর্তী। ২৬ মিনিটে মাটিঘেঁষা শটে তৃতীয় গোল করেন নন্দকুমার শেখর। এরপর ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের অসামান্য শটে জাল কাঁপিয়ে দেন আনোয়ার আলি। প্রথমার্ধেই চার গোল হয়ে গেল। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ নষ্ট হল। ৪-০ জয় পেল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের খেলায় উন্নতি দরকার

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও, ইস্টবেঙ্গলের সব সমস্যা মেটেনি। এদিনও রক্ষণে গলদ দেখা গিয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে। গোলের সুযোগ নষ্ট করলে চলবে না। মাঝমাঠে আরও নিয়ন্ত্রণ দরকার। রক্ষণে অকারণে নিজেদের পায়ে বল রাখা, ভুল পাস এড়িয়ে যেতে হবে। তাহলেই ইস্টবেঙ্গলের খেলা আরও জমাট বাঁধবে। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস অনেক সুযোগ পেয়েছিল। একবার শট বারে লেগে ফিরে আসে। দীর্ঘদিন পর গোল হজম না করে জয় পেল ইস্টবেঙ্গল। তবে রক্ষণে এখনও অনেক সমস্যা আছে। সেসব নিয়ে অস্কারকে ভাবতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শহর ছেড়েছিলেন কলকাতা ডার্বির আগেই, এল ক্লাসিকোতে মেতে কার্লেস কুয়াদ্রাত

বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা, মানুষের পাশে ইস্টবেঙ্গল ক্লাব

গড়ের মাঠে ফের আর জি কর নিয়ে প্রতিবাদ, বিচারের দাবিতে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা