'আবেগের কোনও জায়গা নেই! লক্ষ্য আমাদের ৩ পয়েন্ট' বলছেন অস্কার, খেলা দেখবেন কোথায়?

কার্যত, ডু অর ডাই ম্যাচ। 

কার্যত, ডু অর ডাই ম্যাচ। এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রথম ম্যাচে ভূটানের পারো এফসি-র (Paro FC) বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)।

প্রসঙ্গত, টানা ৮টি ম্যাচে হারের পর গুরুত্বপূর্ণ এক পয়েন্ট গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর মঙ্গলবার, বসুন্ধরা কিংসের (Basundhara Kings) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে খেলতে নামছে তারা। বলা চলে, মরণবাঁচন ম্যাচ।

Latest Videos

তাই লাল হলুদ ব্রিগেডের লক্ষ্য পুরো তিন পয়েন্ট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ম্যাচের পরেই কোয়ার্টার ফাইনালে ওঠার অঙ্ক শুরু হয়ে গেছে। কারণ, চ্যালেঞ্জ লিগে পাঁচটি গ্রুপ থেকে শীর্ষ স্থানাধিকারী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। শুধু তাই নয়, তিনটি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দলও কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নেবে।

মঙ্গলবার যদি ইস্টবেঙ্গল ম্যাচ বের করে নিতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ, গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেজমেহ এফসি। যারা এই গ্রুপের অন্যতম একটি শক্তিশালী দল। অন্যদিকে, বসুন্ধরা ম্যাচ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়োর কাছেও যথেষ্ট সম্মানের একটি বিষয়।

কারণ, গত ৬ বছর ধরে এই দলেরই কোচ ছিলেন তিনি। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে তাঁর কথায়, “গত ৬ বছর ধরে কী হয়েছে সেটা আমি জানি। তবে এখনকার পরিস্থিতি আমার পুরোটাই অজানা। ওদের আগের ম্যাচটা আমি দেখেছি। যা যা তথ্য রাখা দরকার, সেগুলো জোগাড়ও করেছি। তবে বিপক্ষের উপর নজর দেওয়ার থেকে নিজেদের দিকে বেশি নজর দিতে চাই আমরা।”

ব্রুজো আরও যোগ করেছেন, “মাঠের বাইরে হয়ত আবেগ থাকতেই পারে এবং সমর্থকদের মধ্যেও আবেগ থাকতে পারে। কিন্তু ফুটবল মাঠে আবেগের কোনও জায়গা নেই। আপাতত আমাদের ফোকাস শুধু এই ম্যাচে। কী করতে হবে, সেটা আমরা সবাই জানি। ম্যাচের পর আবেগ দেখানোর অনেক জায়গা রয়েছে। তাই আমরা শুধু জেতার কথাই ভাবছি।”

অন্যদিকে, মঙ্গলবার ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে রাত ৮.৩০ মিনিটে। স্থানীয় সময়ে রাত ৯টা। তবে এই ম্যাচের কোনও সরাসরি সম্প্রচার হবে না। খেলা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস এবং দ্য এএফসি হাব ইউটিউব চ্যানেলে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার