কোনওমতে ম্যাচ বাঁচাল লিভারপুল (Liverpool)।
কোনওমতে ম্যাচ বাঁচাল লিভারপুল (Liverpool)। প্রথমে তো দেখে মনে হচ্ছিল যেন, এক পয়েন্টও পাবে না লিভারপুল।
সেইরকম চললে, মরশুমে দ্বিতীয় পরাজয় হত সেই দলের। তবে সেখান থেকে দলকে এক পয়েন্ট এনে দিলেন মহম্মদ সালাহ্। কার্যত, ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) টপকে প্রিমিয়ার লিগের (Premier League) শীর্ষে যাওয়ার সুযোগ ছিল লিভারপুলের সামনে।
কিন্তু সেই সুযোগ নষ্ট করল তারা। একেবারে শেষ মুহূর্তের গোলে আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে ড্র লিভারপুলের। রবিবার, ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ৯ মিনিটের মাথায়, গোল করেন বুকায়ো সাকা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা।
খেলার ১৮ মিনিটে, সমতা ফেরান লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লিভারপুলকে ফের একবার ধাক্কা দেয় আর্সেনাল। এবার গোল করেন মিকেল মেরিনো।
দ্বিতীয়ার্ধে, একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি লিভারপুল। কিন্তু খেলা শেষ হওয়ার ঠিক আগে দলকে হার থেকে বাঁচান মহম্মদ সালাহ্। শেষপর্যন্ত, খেলা ২-২ গোলে ড্র হয়। চলতি মরশুমে সবকটি প্রতিযোগিতা মিলিয়ে ১৩টি ম্যাচে মোট আট গোল করেছেন সালাহ্।
প্রিমিয়ার লিগের চলতি মরশুমে এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ম্যাঞ্চেস্টার সিটি। নয় ম্যাচ পর তাদের পয়েন্ট এখন ২৩। দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। একই সংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্ট হল ২২। দুই দলই সাতটি করে ম্যাচে জিতেছে।
সিটি আবার দুটি ম্যাচ ড্র করেছে। লিভারপুল তার মধ্যে একটি ড্র করেছে ও একটি হেরেছে। এদিকে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। তাদের পয়েন্ট আবার ১৮।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।