EPL: ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে লজ্জার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের! ছাঁটাই হলেন কোচ এরিক টেন হ্যাগ

ফের একবার পরাজয় রেড ডেভিলদের। 

ফের একবার পরাজয় রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। আর এর জেরেই ছাঁটাই দলের হেড কোচ এরিক টেন হ্যাগ।

উল্লেখ্য, রবিবারের ম্যাচে প্রথমার্ধে কোনও গোল হয়নি। খেলার ৭৮ মিনিটে, ক্রিসেনসিয়ো সামারভিল এগিয়ে দেন ওয়েস্ট হ্যামকে। তার ঠিক তিন মিনিট পরেই, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাসেমিরো হেডে গোল করে সমতা ফেরান। খেলার ফলাফল তখন ১-১।

Latest Videos

যদিও এই ফলও তারা ধরে রাখতে পারেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে, পেনাল্টি থেকে গোল করে ঘরের মাঠে তিন পয়েন্ট তুলে নেয় ওয়েস্ট হ্যাম। এক্ষেত্রে গোলদাতা ছিলেন জ্যারড বাওয়েন।

রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত অবশ্য একদমই মেনে নিতে পারেননি ম্যান ইউ ফুটবলাররা। কারণ, ড্যানি ইঙ্গসকে ফাউল করা হয়েছিল বক্সের মধ্যে। কিন্তু ইউনাইটেড দাবি করছে, ইঙ্গস তার আগেই হ্যান্ডবল করেছিলেন। কিন্তু রেফারি ভিএআর-এর সাহায্য নেন। ইপিএলের পয়েন্ট তালিকায় ম্যান ইউ এখন রয়েছে ১৪ নম্বরে।

আর রবিবার এই হারের পর, সোমবার ক্লাবের তরফ থেকে জারি করা হল বিবৃতি। পরিষ্কার জানিয়ে দেওয়া হল যে, এখন থেকে আর রেড ডেভিলদের কোচ নন এরিক টেন হ্যাগ। এমনিতেই তাঁকে ঘিরে জল্পনা চলছিল। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচ ছিল এরিকের কাছে অনেকটা অ্যাসিড টেস্টের মতো। কিন্তু সেই ম্যাচ হারতেই সোজা ছাঁটাই।

অন্যদিকে, দাপট নিয়ে খেলেই নিজেদের মাঠে ২-১ গোলে জিতল চেলসি। তাদের প্রতিপক্ষ ছিল নিউক্যাসল। ম্যাচের ১৮ মিনিটে, নিকোলাস জ্যাকসনের গোলে প্রথমেই এগিয়ে যায় চেলসি।

এরপর খেলার ৩২ মিনিটে, ফলাফল ১-১ করেন আলেকজ়ান্ডার আইজ্যাক। কিন্তু আবার গোল করে চেলসি ২-১ করে ফেলে ম্যাচের ৪৭ মিনিটে। এবার গোল করেন এরিক পামার। আর এই জয়ের সুবাদে চেলসি পয়েন্ট টেবিলে উঠে এল পঞ্চম স্থানে।

তাদের পয়েন্ট এই মুহূর্তে ৯ ম্যাচে ১৭। আর সেখানে দাঁড়িয়ে ম্যান ইউ একই সংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ১১ পয়েন্ট। রবিবার, আরেকটি ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে টটেনহ্যাম হেরেছে ১-০ গোলে। সেই ম্যাচে খেলার ৩১ মিনিটে, একমাত্র গোলটি করেন জঁ-ফিলিপ মাতেতা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের