যুবভারতীতে যাচ্ছেন না? জেনে নিন মোবাইল ফোনে কীভাবে দেখবেন ইস্টবেঙ্গলের ম্যাচ

বুধবার সন্ধেবেলা এএফসি চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের এফ কে আর্কাদাগের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ ঘিরে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

ভারতের একমাত্র ক্লাব হিসেেব এখন এএফসি প্রতিযোগিতায় খেলছে ইস্টবেঙ্গল। বুধবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফ কে আর্কাদাগের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ টেলিভিশনে সম্প্রচার হচ্ছে না। কোনও টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি করতে পারেননি লাল-হলুদ কর্তারা। ফলে কীভাবে ম্যাচ দেখা যাবে, তা নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল সমর্থকরা। সবার পক্ষে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা সম্ভব নয়। তাছাড়া কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি ছাড়াও উত্তরবঙ্গ, বিভিন্ন রাজ্য, দেশের বাইরেও ইস্টবেঙ্গল সমর্থকরা আছেন। কীভাবে বুধবারের ম্যাচ দেখা যাবে, সে বিষয়ে সবাই খোঁজ নিচ্ছেন।

মোবাইল অ্যাপে দেখা যাবে ম্যাচ

Latest Videos

বুধবার ইস্টবেঙ্গলের ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। তবে বিনামূল্যে খেলা দেখা যাবে না। এই ম্যাচ দেখতে হলে ১৯ টাকা দিতে হবে। ফ্যানকোড অ্যাপে একমাসের জন্য রিচার্জের খরচ ১৯৯ টাকা। এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে। এই মোবাইল অ্যাপের বার্ষিক খরচ ১,৪৯৯ টাকা। তবে কেউ যদি শুধু ইস্টবেঙ্গলের ম্যাচই দেখতে চান, তাহলে মাসিক বা বার্ষিক রিচার্জ না করিয়ে ম্যাচের দিন রিচার্জ করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে খরচ কম হবে।

কখন শুরু ইস্টবেঙ্গলের ম্যাচ?

আইএসএল-এর ম্যাচগুলি বিকেল পাঁচটা এবং সন্ধে সাড়ে সাতটায় শুরু হয়। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। ১২ মার্চ তুর্কমেনিস্তানে দ্বিতীয় লেগের ম্যাচ। সেই ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী বিকেল চারটেয় শুরু হবে। তুর্কমেনিস্তানে এখনও প্রচণ্ড ঠান্ডা। ফলে কলকাতার গরমে খেলে গিয়ে সমস্যায় পড়তে পারেন রাফায়েল মেসি বৌলি, সল ক্রেসপোরা। চলতি আইএসএল-এ সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। ফলে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয়সারির দল পাঠিয়ে প্রথম একাদশের ফুটবলারদের আগেই তুর্কমেনিস্তানে পাঠিয়ে দিলে ভালো করবেন লাল-হলুদ কর্তারা। সেক্ষেত্রে তুর্কমেনিস্তানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
বেলগাছিয়ার ঘটনায় মমতা ও ফিরহাদকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারের, দেখুন কী বলছেন তিনি
আরও বিপাকে তৃণমূল নেত্রী পম্পা পাল, তাঁর নামেই একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টে বিজেপি
ভারতে ঢুকে ভারতকে অপমান! ভারত থেকে তাড়ানো হল বাংলাদেশি ব্যক্তিকে | Bangladeshi | Cooch Behar News
'শুভেন্দু মার খেলে ভালো হত, নাটক করছে' কল্যাণ ও হুমায়ূনের মন্তব্যের জবাব Suvendu Adhikari'র