অলটিন আসিরকে উড়িয়ে তুর্কমেনিস্তানের লিগ জিতেছে, কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষকে চিনে নিন

এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। কোয়র্টার ফাইনালের এখনও কয়েক মাস বাকি। তবে এখন থেকেই প্রতিপক্ষ দল সম্পর্কে খোঁজ নিচ্ছে লাল-হলুদ শিবির।

ইস্টবেঙ্গল ক্লাবের বয়স ১০৪ বছর পেরিয়ে গিয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব এফ কে আর্কাদাগের বয়স ১৯ মাস। ২০২৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব। কিন্তু শুরু থেকেই ঘরোয়া লিগে সব প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দিচ্ছে আর্কাদাগ। ২০২৩ সালে তুর্কমেনিস্তানের ঘরোয়া লিগে ২৪ ম্যাচই জিতে চ্যাম্পিয়ন হয় এই ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার পথে অলটিন আসিরকে ৪-০ উড়িয়ে দেয় আর্কাদাগ। কয়েক মাস আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অলটিন আসিরের বিরুদ্ধে ২-৩ হেরে যায় ইস্টবেঙ্গল। সেই ক্লাবের চেয়ে আর্কাদাগের শক্তি অনেক বেশি। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের লড়াই অত্যন্ত কঠিন।

রাষ্ট্রশক্তির মদতেই শক্তিশালী আর্কাদাগ

Latest Videos

এফ কে আর্কাদাগ প্রতিষ্ঠা করেছেন তুর্কমেনিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট গুরবানগুলি বার্ডিমাহামিডো। তিনি দল গড়ার ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়েছেন। ক্লাব প্রতিষ্ঠার পর শক্তিশালী দল গড়ার জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। ট্রান্সফার উইন্ডোর সময় বাড়িয়ে দেওয়া হয়। তুর্কমেনিস্তানের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারই আর্কাদাগে যোগ দেন। ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই ক্লাব। টানা ৩৬ ম্যাচ জেতার রেকর্ড গড়েছে আর্কাদাগ। তুর্কমেনিস্তানের একনায়ক হিসেবে পরিচিত গুরবানগুলি। তিনি রাজনীতি ও প্রশসানের পাশাপাশি ফুটবল মাঠেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন।

এএফসি চ্যালেঞ্জ লিগে হার আর্কাদাগের

তুর্কমেনিস্তানের ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য হয়ে উঠলেও, এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ বি-র শেষ ম্যাচে কুয়েতের আল আরবি এস সি-র বিরুদ্ধে ২-৩ হেরে গিয়েছে আর্কাদাগ। এটাই ইস্টবেঙ্গল শিবিরের পক্ষে আশার ব্যাপার। ভালো পারফরম্যান্স দেখাতে পারলে তুর্কমেনিস্তানের এই দলের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভুটানে ইতিহাস, অপরাজিতভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

'আশা করি কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পাবে ইস্টবেঙ্গল,' শুভেচ্ছাবার্তা ট্রেভর জেমস মর্গ্যানের

জিততে ভুলে গিয়েছিল, সমতল থেকে পাহাড়ে গিয়েই কোন মন্ত্রে বদলে গেল ইস্টবেঙ্গল?

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার