সংক্ষিপ্ত
গত দেড় দশকে ইস্টবেঙ্গলের সফলতম কোচ ট্রেভর জেমস মর্গ্যান। এই ব্রিটিশ-অস্ট্রেলিয়ান কোচের আমলে আই লিগের পাশাপাশি এএফসি কাপেও ভালো পারফরম্যান্স দেখিয়েছিল ইস্টবেঙ্গল।
২০১৩ সালে শেষবার এএফসি টুর্নামেন্টের নক-আউট পর্যায়ে খেলেছিল ইস্টবেঙ্গল। সেবার ট্রেভর জেমস মর্গ্যানের কোচিংয়ে গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সময় এএফসি-র ক্যালেন্ডার অনুযায়ী ভারতীয় ফুটবলের যে মরসুমে গ্রুপ পর্যায়ের ম্যাচ হত, নক-আউট হত তার পরের মরসুমে। মর্গ্যান ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ার পর সেবার এএফসি কাপ সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল দল। এবার অস্কার ব্রুজোঁর কোচিংয়ে গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। খুব খারাপ সময়ে দলের দায়িত্ব নিয়ে সাফল্য এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন অস্কার।
ইস্টবেঙ্গলের সাফল্যে খুশি মর্গ্যান
শুক্রবার লেবাননের নেজমে এসসি-কে ৩-২ হারিয়ে গ্রুপ এ-তে ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল। এই ম্যাচের পর এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মর্গ্যান বললেন, 'ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল। এতে আমি খুশি। আশা করি কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পাবে ইস্টবেঙ্গল।' মর্গ্যানের কোচিংয়ে এএফসি কাপে নেজমের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই লড়াইয়ের ফল অবশ্য মর্গ্যানের দলের পক্ষে যায়নি। কিন্তু শুক্রবার দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল অস্কারের দল। কলকাতা থেকে অনেক দূরে থাকলেও, পুরনো দলের এই কৃতিত্বে খুশি মর্গ্যান। তাঁর আশা, কোয়ার্টার ফাইনালে খুব কঠিন দলের মুখোমুখি না হলে ফের এএফসি টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।
মর্গ্যানের মতোই ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছেন অস্কার
২০১০ সালে মর্গ্যান যখন প্রথমবার ইস্টবেঙ্গলের কোচ হন, তখনও দল ভালো জায়গায় ছিল না। মর্গ্যানের কোচিংয়ে পরপর সাফল্য পায় ইস্টবেঙ্গল। এবার খুব খারাপ সময়ে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে একই স্বপ্ন দেখাচ্ছেন অস্কার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভুটানে ইতিহাস, অপরাজিতভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল
'ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে খুশি, দলকে আরও ম্যাচ জেতাতে চাই,' বার্তা আনোয়ার আলির
বসুন্ধরার বিরুদ্ধে 'কিং' ইস্টবেঙ্গল, পুরনো ক্লাবকে গোলের মালা পরিয়ে প্রথম জয় অস্কারের