UCL 2025: চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বিতে জয় রিয়ালের, আর কারা জিতল প্রথম লেগে?

Published : Mar 05, 2025, 03:55 PM IST
Real Madrid

সংক্ষিপ্ত

রিয়াল মাদ্রিদের জয়।

চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) শেষ ষোলোর লড়াইতে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid) বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ঘরের মাঠে প্রথম পর্বের সেই লড়াইতে জয়ী হল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, পিএসভি আইন্দোভেনকে আবার ৭ গোলে হারিয়ে প্রথম পর্বেই কোয়ার্টার ফাইনাল প্রায় চূড়ান্ত করে ফেলল আর্সেনাল। জয় পেয়েছে অ্যাস্টন ভিলাও।

এদিন খেলার ৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। তবে প্রথমার্ধেই সমতা ফেরান অ্যাটলেটিকো জুলিয়ান আলভারেজ়। অপরদিকে দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাহিম দিয়াজ়। এদিকে ম্যাচের পর দিয়াজ় জানিয়েছেন, “দারুণ একটা ম্যাচ খেললাম আমরা। আমার গোলটাও বেশ ভালো হয়েছে। যা দলকে জয় এনে দিতে সাহায্য করেছে।তবে এখনও কাজ শেষ হয়নি। সেকেন্ড লেগের খেলাতেও নিজেদের সেরাটাই তুলে ধরতে হবে।”

গত ২০১৪ এবং ২০১৬ সালে এই রিয়ালের কাছেই ফাইনালে পরাজিত হয় অ্যাটলেটিকো। তবে একটা কথা ঠিক যে, বড় মঞ্চে নায়ক হয়ে উঠলেন দিয়াজ়। অন্যদিকে, এই ম্যাচে আবার নির্বাসিত ছিলেন জুড বেলিংহ্যাম। উল্টে ফেদেরিকো ভালভার্দেকে খেলাতে হয়েছে রাইট-ব্যাকে। এমনিতেই লা লিগাতে রিয়াল বেটিসের কাছে পরাজয়ের পর একটু চাপেই ছিল রিয়াল।

তবে মাদ্রিদ ডার্বি জেতায় খুশি সমর্থকরাও। এই প্রসঙ্গে কোচ কার্লো আনসেলোত্তি জানিয়েছেন, “দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি এবং পরিশ্রম করেছি।” অন্যদিকে, ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড ১-১ গোলে ড্র করেছে লিল-এর বিরুদ্ধে।

সবমিলিয়ে, জমে উঠেছে বিশ্ব ফুটবলের লড়াইও। আর সেইসঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চলছে জোর জল্পনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?